খুলনার ডুমুরিয়া মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলা চত্ত্বরে নির্মাণ সামগ্রীর মান নিয়ন্ত্রণের লক্ষ্যে উপজেলায় প্রথমবারের মতো স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের এই ধরনের ল্যাবরেটরি স্থাপন করা হলো। ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এলজিইডি সদর দপ্তর হতে মান নিয়ন্ত্রন ল্যাবরেটরী প্রধান অতিথি আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বাঙালি জাতির ভাগ্য উন্নয়নের স্বপ্ন দেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন জেল-জুলুম অত্যাচার নির্যাতন ভোগ করেও গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। বাংলাদেশ যেন সোনার বাংলা হতে না পারে এজন্য বঙ্গবন্ধুকে বাঁচতে দেওয়া হয়নি। কিন্তু তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে এসে বঙ্গবন্ধুর সেই লক্ষ্য পূরণ করার জন্য নিরলসভাবে তার দায়িত্ব পালন করে যাচ্ছে।এসময়৷ আরও উপস্থিত ছিলেন এলজিইডি সদর দপ্তরে এল জি ই ডি প্রধান প্রকৌশলী শেখ মোঃ মহসিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আলি আকতার সহ সিনিয়র কর্মকর্তাবৃন্দ। ডুমুরিয়া উপজেলা অনলাইনে সংযুক্ত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, তত্ত্ববধায়ক প্রকৌশলী মোঃ সাঈদ আহমেদ বাসেত,ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, খুলনা নির্বীহী প্রকৌশলী একে এম আনিসুজ্জামান,ডুমুরিয়া উপজেলা প্রকৌশলী মোহাঃ রবিউল ইসলাম, উপসহকারি প্রকৌশলী গৌতম, এবং ঠিকাদার শেখ বাবলুর রহমান, শেখ শওকাত হোসেন ও খান রকিবুল ইসলাম প্রমুখ।। এছাড়া আরো অনেকে উপস্থিত ছিলেন।