সারাদেশের ন্যায় খুলনার ডুমুরিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের দিনটি বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয়ভাবে উদযাপিত হয়েছে।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ এর সভাপতিত্বে সকাল ১০টার সময় ডুমুরিয়া উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ও গুরুত্ব বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা ৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ বলেন, বঙ্গবন্ধু দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণে উজ্জিবিত হয়ে এদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সারাবিশ্বের অনবদ্য দলিল হিসেবে স্বীকৃতি পেয়েছে বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ। আমরা নতুন প্রজন্মের মানুষ যারা বঙ্গবন্ধুকে দেখিনি, তার ভাষণ শুনে বড় হয়েছি। তিনি আর কেউ নন, তিনি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নতুন প্রজন্ম এখন বঙ্গবন্ধু ও দেশের স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে পারছে। এছাড়া আরও বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মামুনুর রশীদ, ওসি মোঃ ওয়াইদুর রহমান, ডুমুরিয়া উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মানিক, ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন, উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম,পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন পারভীন রুমা, উপজেলা বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মাহমুদা বেগম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুবকর সিদ্দিক,
মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম ফিরোজ আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার শিকদার আতিকুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, সমবায় অফিসার শেখ জাহিদুর রহমান,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান,সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস,দারিদ্র্য বিমোচন অফিসার প্রতাপ চন্দ্র দাস, উপজেলা বাস্তবায়ন অফিসার শেখ আশরাফ হোসেন, এম পি এ পি এস সমির দে গোড়া,ও মাইকেল, প্রমুখ।।অনুষ্ঠান সার্বিক সঞ্চালনা করেন মাষ্টার শফিকুল আলম, আলোচনা সভার পূর্বে জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।