জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে সকালে ডুমুরিয়া উপজেলা প্রশাসনিক ভবন চত্বরে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরিফ আসিফ রহমান, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ -এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, বক্তব্য দেন ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ সেখ কণি মিয়া, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা রিনা মজুমদার,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুল ইসলাম,সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস,বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সেফেক্টর মনির হোসেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার ধন্জয় মন্ডলসহ আরো অনেক শিশু রাসেলের জীবন সম্পর্কে শিশু-কিশোরদের কাছে তুলে ধরতে তার জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে তৃতীয়বারের মতো পালিত ‘শেখ রাসেল দিবস ২০২৩’ এর প্রতিপাদ্য ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পায়নি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে স্কুল কলেজ বিভিন্ন সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। শহীদ শেখ রাসেলের জন্মদিনে
আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি শিক্ষাপ্রতিষ্ঠানে বর্ণাঢ্য র্যালির আয়োজন করেন।। আলোচনা সভা শেষে বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।