সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় শত্রুতার জেরে ৫ শ কলা গাছ কর্তন | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় শত্রুতার জেরে ৫ শ কলা গাছ কর্তন

ডুমুরিয়ার বরাতিয়া জমি জবর দখলের পায়তারা ও মধ্যযুগীয় কায়দায় তান্ডব চালিয়ে ৫ শতাধিক ফলন্ত কলা গাছ, ওল, মেটে আলু ও লাউ সবজির ফলন্ত গাছ কেটে সাবাড় করে দিয়েছে প্রতিপক্ষরা।
এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে অভিযোগ উঠেছে । এ ঘটনায় ভুক্তভোগী জমির মালিক খাদিজা বেগমের স্বামী আব্দুল কুদ্দুস শেখ (৪৭) বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

এলাকাবাসী ও মামলার অভিযোগ সুত্রে জানাগেছে, ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বরাতিয়া গ্রামের
কুলবাড়িয়া- বরাতিয়া মৌজায় বাদীর স্ত্রী নামে কবলা দলিল মুলে রেকর্ডীয় ও ভোগদখলীয় ২৪ শতক জমি রয়েছে। উক্ত জমি নিয়ে বিবাদী হায়দার আলি গোলদার (৫৬) গংদের সাথে বিরোধ চলে আসছিল।

যার এসএ খতিয়ান নং ১৯৫৫, আরএস খতিয়ান নং ১৩২৮ ৩০৪১,দাগ নং ১২২১, বিআরএস ২৮৬৫ ও ৩০৪৭ দাগে ২৮ শতক জমির মধ্যে হতে খাদিজা বেগমের নিজ নামে সাড়ে ২৩ শতক জমির কবলা দলিল মুলে রেকর্ডীয় ও ভোগদখলীয় মালিক।

উক্ত জমিতে বিভিন্ন প্রকার সবজি আবাদ করে শান্তিপূর্ণ ভোগদখলে আছেন বাদী পক্ষ। কিন্তু আসামিরা এলাকার ভুমিদস্যু ও দাঙ্গাবাজ প্রকৃতির ব্যাক্তি। ইতোপূর্বে তারা উক্ত জমি জবর দখলের পরিকল্পনা করে। ফলে বিজ্ঞ সহকারী জজ আদালত খুলনায় দেওয়ানী ১২৩/১৯ নম্বর মামলা দায়ের করেন বাদীপক্ষ। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি আন্তে বাদীপক্ষের অনুকূলে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন। কিন্তু আসামি গন আদালতের আদেশ অমান্য করে মঙ্গলবার (২৮ জুন) সকাল সাড়ে ৬ টার দিকে মামলার প্রধান আসামি হায়দার আলি গোলদারের নেতৃত্বে ৩৫/৪০ জন ভাড়াটিয়া গুন্ডা বাহিনী তাদের হাতে থাকা দাঁ, কুড়াল, শাবল, হাসুয়া কোদাল নিয়ে বর্ণিত জমিতে থাকা ৫ শতাধিক ফলন্ত কলা গাছ, ওল, লাউগাছ ও মেটেআলু গাছে কেটে সাড়াব করে দেয়।

যার আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লক্ষ টাকা। এরপর আসামিরা বাদী পক্ষ মামলা না করতে হুমকি
ধামকি দিয়ে দ্রুত ঘটনা স্থল ত্যাগ করে চলে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী মোঃ আব্দুল কুদ্দুস শেখ বাদী হয়ে ডুমুরিয়া থানায় মোঃ হায়দার আলি গোলদার কে প্রধান করে ৯ জনের নাম উল্লেখ ও ৩৫/৪০ জনকে অজ্ঞাত আসমি করে একটি মামলা দায়ের করেছেন।

এ প্রসংগে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া জানান, থানায় মামলা রেকর্ড হয়েছে। আসমিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় দ্বিতীয় দিনের মত ইন্টার্ণ চিকিৎসকদের কর্মবিরতি চলছে

খুলনা মহানগর বিএনপির সভাপ‌তি মনা, ‍সম্পাদক তুহিন

পেশাগত উন্নয়নে সফট স্কিলে দক্ষতা অর্জন বর্তমান সময়ে সবচেয়ে জরুরি : উপাচার্য

খুলনা বিভাগের পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি খুলনা বিএনপির শ্রদ্ধা নিবেদন

কয়রায় যৌথ অভিযানে ৬২ কেজি হরিণের মাংস উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।