ডুমুরিয়ায় সাংবাদিক আক্তারুজ্জামান লিটন গাজীর মটর সাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে নরনিয়া মহিলা মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। এনিয়ে ভুক্তভোগী সাংবাদিক আক্তারুজ্জামান লিটন ডুমুরিয়া থানায় লিখিত অভিযোগ করেছে। আক্তারুজ্জামান লিটন এশিয়ান টেলিভিশনের ডুমুরিয়া, পাইকগাছা প্রতিনিধি।
জানা যায়, ডুমুরিয়া উপজেলার নরনিয়া এলাকার সাংবাদিক মো. আক্তারুজ্জামান লিটনের সাথে নিউজ সংক্রান্ত বিষয়াদী নিয়ে একই এলাকার আতাউর রহমান তোতার সাথে পূর্ব বিরোধ রয়েছে। তারই ধারাবাহিকতায় নরনিয়া মহিলা মাদ্রাসা মোড় এলাকা থেকে সাংবাদিক লিটনকে মটর সাইকেল থেকে নামিয়ে তার ব্যবহৃত ১৫০ সিসি বাজাজ কোম্পানীর মটর সাইকেল (খুলনা মেট্রো ল-১১-০৭৬৫) ছিনিয়ে নেয়া হয়।
লিটন জানায়, আতাউর রহমান আতা বিভিন্ন সময় ভয়ভীতি দিয়ে আসছে। মটর বাইকটি নিয়ে সে (আতাউর) বলে ১লাখ টাকা দিলে মটর সাইকেল ফেরত দেয়া হবে। একপর্যায়ে সাংবাদিক লিটনকে এলোপাথাড়ীভাবে মারপিট করে।
থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, গাড়ি উদ্ধারে পুলিশের জোর তৎপরতা অব্যাহত রয়েছে। গাড়ি উদ্ধার পূর্বক পরবর্তি পদক্ষেপ নেয়া হবে। এদিকে আক্তারুজ্জামান লিটনের মটর সাইকেল ছিনতাইয়ের ঘটনায় ডুমুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকরা তীব্র নিন্দা জানিয়েছেন।