সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ায় হরি নদীর তীরে প্রধানমন্ত্রীর উপহারে রঙিন স্বপ্ন বুনছেন উদ্বাস্তুরা | চ্যানেল খুলনা

ডুমুরিয়ায় হরি নদীর তীরে প্রধানমন্ত্রীর উপহারে রঙিন স্বপ্ন বুনছেন উদ্বাস্তুরা

শেখ মাহতাব হোসেন :: খুলনার ডুমুরিয়া উপজেলার হরি নদীর তীরে শোভা পাচ্ছে প্রধানমন্ত্রী প্রদত্ত আশ্রয়ণ প্রকল্পের সারি সারি রঙিন ঘর। দূর থেকে তাকালে মনে হয় সবুজ বেষ্টিত নান্দনিক কোন এক জায়গা।
রঙিন টিনের আধাপাকা ঘরগুলো দেখলে মন জুড়িয়ে যায়। এ যেন এক খন্ড শান্তির নীড়। এই নীড়ে সুখের স্বপ্ন গড়েছেন সহায় সম্বলহীন এক দল নারী-পুরুষ। উপজেলার ধামালিয়া ইউনিয়নে বরুনা গ্রামে হরি নদীর তীরে গড়ে ওঠা আশ্রয়ণে ২৭ পরিবারে এক শতাধিক নারী-পুরুষের বসতি। তাদের ছিল না থাকার মতো কোন বাড়ি ঘর। অন্যের বাড়িতে বা রাস্তার পাশে কুঁড়ে ঘরে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেই চলতে হতো তাদের। প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশির জোয়ারে উদ্বেলিত তারা।
আশ্রয়ণবাসী স্বপ্ন দেখছেন হাস-মুরগী, গবাদি পশু পালন, সবজি বাগান, মাছ চাষসহ নানা উপায়ে স্বাবলম্বী হওয়ার। ইতিমধ্যে শিক্ষার ছোঁয়াও লেগেছে তাদের মধ্যে। ছেলে-মেয়েরা লেখাপড়া করছে পাশের বিডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সরেজমিনে গিয়ে দেখা যায়, খুলনা ও যশোর সীমান্ত দিয়ে বয়ে যাওয়া হরিনদীর তীরে বসন্তের স্নিগ্ধ রৌদ্রে ঝিলমিল করছে সারিবদ্ধ ওই রঙিন ঘরগুলো।
এর দুই পাশে বাতাসে দুলছে বোরো ধানের পাতা। আর নানা রকমের শাক সবজি। আশ্রয়ণের ছেলে-মেয়েরা গেছে স্কুলে। পুরুষরা গেছেন দৈনন্দিন কাজে। আর নারীরা গৃহে ব্যস্ত সময় পার করছেন নানা কাজে।

সেই সুখনিলয়ের আঙিনায় গিয়ে দেখা যায় রূপসী বিশ্বাস (৩০) নামে এক গৃহবধু দুপুরে বেগুন-আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রেঝেছেন।

তার তিন সন্তানের একজন গেছে স্কুলে আর দুই শিশু সন্তান বাড়িতে খেলছিলো। স্বামী অসিত বিশ্বাস পরের ক্ষেতে শ্রম দিতে গেছেন। তিনি বলেন, আগে বসবাস করার মত বাড়ি ছিল না আমাদের। দিন শেষে রাতে একটু শান্তিভাবে ঘুমাতেও পারতাম না। বৃষ্টির সময় ঘরের মধ্যে জল পড়তো। এখন
প্রধানমন্ত্রী জমিসহ সুন্দর একটি পাকা ঘর দিয়েছেন। এটা আমাদের কাছে স্বপ্নের কুঠির।

আরেক বাসিন্দা ইব্রাহিম দফাদারের স্ত্রী নার্গিস বেগম(২৪) বলেন, কাটেঙ্গা পূর্বপাড়া এলাকা থেকে আমরা এসেছি। সেখানে ছোট্ট ভাঙ্গা ঘরের মধ্যে শিশু সন্তান নিয়ে শীত-বৃষ্টি মৌসুমে লড়াই করে অনেক কষ্টে জীবন যাপন করতাম।
সরকার আমাদের এখন জমিসহ রঙিন পাকা ঘর দিয়েছেন। আমরা অনেক খুশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণভরে আশীর্বাদ করেন তিনি।

প্রসঙ্গত, মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ধামালিয়া ইউনিয়নে বরুনা পশ্চিমপাড়া এলাকায় হরি নদীর চরভরাটি ৮৫ শতাংশ জমির উপর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ২৭টি পরিবারের জন্য রঙিন পাকা ঘর নির্মাণ করা হয়। ২০২১ সালের ২০ জুন প্রধানমন্ত্রী সারাদেশে একযোগে ঘরগুলো হস্তান্তর করলেও পূর্ণরুপে গত ফেব্রুয়ারী মাস থেকে তারা বসবাস শুরু করেন। আশ্রয়ণের উত্তর সদিকে হরি নদী, তার পাশ দিয়ে সম্প্রতি ১২ ফুট প্রস্থের একটি রাস্তা নির্মাণ করা হচ্ছে। আর দক্ষিণ পাশে আশ্রয়ণবাসীদের জন্য একটি পুকুর করে দেয়া হয়েছে। সেখানে তারা মাছ চাষ করছেন। ওই পল্লীতে সুপেয় পানির জন্য ৩টি ডিব টিউবওয়েল স্থাপন করা হয়েছে।
হিন্দু-মুসলমান পাশাপাশি ঘরে মিলেমিশে একে অপরের সুখ-দুঃখের সঙ্গীও হচ্ছে তারা। এ যেন সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।

ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াদুদ বলেন, দেশের একজন মানুষও ভুমিহীন ও গৃহহীন থাকবে না। মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ডুমুরিয়া উপজেলা প্রশাসন।
এ উপজেলায় প্রধানমন্ত্রী বিশেষ উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থ বছরে ৬৪০টি ঘর হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও ১৬৫টি ঘরের কাজ চলমান। পর্যায়ক্রমে সকল ভুমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর দেওয়া হবে। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সামাজিক নিরাপত্তা নানা কর্মসূচিসহ সব ধরণের সহায়তা ও পুরুষের পাশাপাশি সেখানকার নারীদেরকেও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে নানা ধরণের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় দ্বিতীয় দিনের মত ইন্টার্ণ চিকিৎসকদের কর্মবিরতি চলছে

খুলনা মহানগর বিএনপির সভাপ‌তি মনা, ‍সম্পাদক তুহিন

পেশাগত উন্নয়নে সফট স্কিলে দক্ষতা অর্জন বর্তমান সময়ে সবচেয়ে জরুরি : উপাচার্য

খুলনা বিভাগের পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি খুলনা বিএনপির শ্রদ্ধা নিবেদন

কয়রায় যৌথ অভিযানে ৬২ কেজি হরিণের মাংস উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।