সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ার কৃষকরা তের খাদার ভূতিয়ার বিলে পানির ওপরে কৃষকদের মৌসুমী সবজি চাষ পরিদর্শন | চ্যানেল খুলনা

ডুমুরিয়ার কৃষকরা তের খাদার ভূতিয়ার বিলে পানির ওপরে কৃষকদের মৌসুমী সবজি চাষ পরিদর্শন

খুলনার ডুমুরিয়ার কৃষকরা তের খাদার ভূতিয়ার বিলে মাটিয়ার কুল গ্রামের‌ পাশ্বে পানির ওপরে কৃষকদের মৌসুমী সবজি চাষ পরিদর্শন করেন ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন, ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার এস এ পিপি সন্জয় দেবনাথ, উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা ওয়াশিংটন গোলদার, অমিত বিশ্বাস, সাংবাদিক শেখ মাহতাব হোসেন, শেখ জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া উপজেলা আদর্শ কৃষক ইমরান খান সহ ৩০ জন কৃষক। তের খাদার উপ-সহকারী কৃষি কর্মকর্তা ‌ মোঃ কামাল সেন,ভূতিয়ার বিলে পানির ওপরে কৃষকদের মৌসুমী সবজি চাষ সম্পর্কে অবহিত করেন।
খুলনা জেলার তেরখাদা উপজেলার সর্ববৃহৎ পতিত পানিবদ্ধভূমি ভূতিয়ার বিল উপজেলাবাসীর জন্য এক নীরব কান্না। পানিবদ্ধতায় দীর্ঘ দিন পতিত থাকায় হতাশ ভূমি মালিকরা। বিশাল জমির মালিকানা থাকলেও তারা কোন কাজে লাগাতে পারেন না। কিন্তু বিগত তিন বছর যাবৎ বিশাল ভূতিয়ার বিলের জমিতে পানির ওপরে কৃষকরা চাষাবাদ করছেন মৌসুমী সবজি। ভাসমান এ সবজি চাষে সাফল্যের হাসি হাসছেন কৃষকরা।
দীর্ঘ দিন পতিত বিশাল এ পনিবদ্ধভূমিতে এখন সবজির সমারোহ। সম্পূর্ণ রাসায়নিক সার ও কীটনাশক মুক্ত পরিবেশে ভাসমান বেডে লতা বিহীন সবজি উৎপাদিত হচ্ছে। স্বল্প পুঁজিতে অধিক লাভ হওয়ায় দিনের পর দিন এই পদ্ধতি জনপ্রিয় হচ্ছে।
ভাসমান বেডে চাষাবাদ হচ্ছে-লালশাক, ওলকপি,বলকপি, উচ্চে, শসা, ধুনিয়া, ঢেঁড়শ, রসুন, পেঁয়াজ, আলুসহ অন্যান্য শাক-সবজি। গত দু’বছরের চেয়ে এবার বাযারমূল্য বেশী হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরা।

এমনই একজন ভাসমান সবজি চাষীর বক্তব্য, ‘বসত বাড়ি ছাড়া আমার কোন জায়গা-জমি নেই। তাই ভূতিয়ার বিলের মাঝখানে ভাসমান সবজি চাষ করে আমি এখন ভালো আছি। ছেলে-মেয়ের পড়া-লেখা, নতুন করে ঘর নির্মাণ ও দৈনন্দিন সকল খরচ নির্বাহের একমাত্র উৎস আমার ভাসমান সবজি ক্ষেত।
তিনি আরও বলেন, ‘বাজারে এখানকার সবজি নিয়ে গেলে মানুষ আগেই এইটা কিনে নেয়। সবাই জানে এখানকার সবজি বিষমুক্ত। আমাদের দেখা-দেখি অন্যরাও এখন ভূতিয়ার বিলে ভাসমান সবজি চাষাবাদ শুরু করেছে। সকলেই লাভবান হচ্ছি। অথচ একটা সময় তো এ বিলে কিচ্ছু হ’ত না। বিলের অন্য কৃষকদেরও একই বক্তব্য।
বর্তমান বাজার মূল্য ভালো থাকায় ভাসমান সবজি চাষে বেশ লাভবান হচ্ছেন তারা। ভাসমান বেডের প্রকল্পের মনিটরিং অফিসার বিবেক আনন্দ ( হিরা) তের খাদার উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, সবজি চাষাবাদে উৎসাহিত করতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজসহ প্রশিক্ষণ দিয়েছি। হাতে-কলমে কৃষকদের বেডে গিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রতি মাসে ১০
থেকে ১২ হাজার টাকা আয় হচ্ছে কৃষকদের। তাদের দেখে অন্যরাও এগিয়ে আসছেন ভাসমান সবজি চাষে।
প্রসঙ্গত, সাড়ে তিন হাজার হেক্টর আয়তনের ভূতিয়ার বিলে শরৎকালে পদ্মফুল দেখতে ভিড় করেন সৌন্দর্য্য পিপাসুরা। ফলে এ বিলটি এখন ‘পদ্মবিল’ নামেও পরিচিতি পেয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় দ্বিতীয় দিনের মত ইন্টার্ণ চিকিৎসকদের কর্মবিরতি চলছে

খুলনা মহানগর বিএনপির সভাপ‌তি মনা, ‍সম্পাদক তুহিন

পেশাগত উন্নয়নে সফট স্কিলে দক্ষতা অর্জন বর্তমান সময়ে সবচেয়ে জরুরি : উপাচার্য

খুলনা বিভাগের পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি খুলনা বিএনপির শ্রদ্ধা নিবেদন

কয়রায় যৌথ অভিযানে ৬২ কেজি হরিণের মাংস উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।