সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
ডুমুরিয়ার চিংড়ি মাছের স্বাদ নাকি পা আর ঘিলুতে | চ্যানেল খুলনা

ডুমুরিয়ার চিংড়ি মাছের স্বাদ নাকি পা আর ঘিলুতে

শেখ মাহতাব হোসেন:: ডুমুরিয়ার চিংড়ি মাছের স্বাদ নাকি পা আর ঘিলুতে। সাদা সোনা খ্যাত গলদা চিংড়ির বাজার এখন ভালো। স্থানীয় বাজারগুলোতে বেড়ে গেছে গলদার দাম। তবে চিংড়ির দাম ডুমুরিয়া বাজারগুলোতে দিন দিন বাড়ছে গলদা চিংড়ির পা, ঘিলু এবং মাথার চাহিদা। খেতে দারুণ সুস্বাদু চিংড়ির পা, ঘিলু ও মাথা দিয়ে এখন তৈরি হচ্ছে নানা ধরনের খাবার। ফলে রপ্তানির জন্য গলদা চিংড়ি প্রক্রিয়াজাত করার সময় বাদ দেওয়া পা এবং মাথার এখন চড়া দাম।

চাহিদা আর দাম বাড়ায় কেবল চিংড়ির পা, মাথা ও ঘিলু নিয়েই এখন বসছে জমজমাট হাট। দেশের অন্যতম বড় চিংড়ি আড়ৎ খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া কেন্দ্র করে এমন হাট গড়ে উঠেছে বেশ কয়েকটি। প্রতিদিন সন্ধ্যা থেকে শুরু হওয়া এসব হাটের প্রধান বিক্রিত পণ্য হচ্ছে চিংড়ির পা, মাথা ও ঘিলু। এছাড়া চাহিদা থাকায় স্থানীয় বাজারগুলোতেও এখন মাছের পাশাপাশি চিংড়ির মাথা ও পা বিক্রি হচ্ছে।

ডুমুরিয়ার মাওলানা ভাসানী ডিগ্রি কলেজের প্রভাষক বলেন, গলদা চিংড়ির পা এবং মাথা দু’টোই খুব সুস্বাদু। পা দিয়ে বিভিন্ন রেসিপির পাশাপাশি নুডুলসের সঙ্গেও খেতে দারুণ।

তিনি আরো বলেন, এগুলো বেশি পাওয়া যায় খর্নিয়া দিকে। ডুমুরিয়ার ১৮ মাইল মৎস্য আড়তের সামনে, পাইকগাছায় রোডের উপজেলা সদরের ব্রিজ এলাকা ও ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিদিন সন্ধ্যায় চিংড়ির পা, মাথা ও ঘিলু নিয়ে হাট বসে। খর্নিয়া মাধ্যমিক বিদ্যালয়ের গেটের সামনে চিংড়ির পা ও ঘিলু কিনতে আসা নাজমা আক্তার বলেন, শীত মৌসুমে গলদা চিংড়ির পায়ের শাস অত্যন্ত সুস্বাদু। মাথার ঘিলুরও স্বাদ দারুণ। বিভিন্ন তরকারিতে দিলে খাবারের স্বাদ বাড়ে। ঘিলু আর পা আলাদা ভাবেও রান্না করে খাওয়া যায়। চিংড়ি মাছের মাথা দিয়ে চপ আর পায়ের শাস দিয়ে নুডুলস রান্না করলে বাসার সবাই খুব পছন্দ করে খায়।

এই হাটের বিক্রেতা মামুনুল হুদা বলেন, আমি সকাল থেকে খর্নিয়া আড়তে কাজ করি। সেখানে চিংড়ির গ্রেডিং করার পর বাদ দেওয়া মাথা ও পা নিয়ে এসে এখানে বিক্রি করি। খোঁজ নিয়ে জানা গেছে, রপ্তানিযোগ্য চিংড়িগুলো চাষিরা প্রথমে স্থানীয় আড়ৎগুলোতে বিক্রি করেন। আড়তে আকৃতি অনুয়ায়ী চিংড়িগুলোকে গ্রেডিং করার পর তা প্রসেসিং এর জন্য ফ্যাক্টরিতে পাঠানো হয়। এর আগেই আড়ৎ থেকে চিংড়ির মাথা ও শাস যুক্ত পাগুলো আলাদা করা হয়।

অনেক ক্ষেত্রে আবার বিভিন্ন কোম্পানিতে নিয়েও আলাদা করা হয় এই মাথা এবং পা। মূলত কোম্পানি এবং আড়ৎগুলোতে কাজ করা শ্রমিকরাই সেখান থেকে স্বল্প মূল্যে এগুলো কিনে এনে বিভিন্ন হাটে বিক্রি করেন। প্রথম দিকে ঘিলুসহ মাথা বিক্রি হতো। তবে এখন মাথা থেকে আলাদা করে বিক্রি হচ্ছে ঘিলু।

বিক্রেতা আব্দুস সামাদ ফকির জানান, আগে এগুলোর তেমন দাম পাওয়া যেতো না। এখন ভালোই চাহিদা। তাই বিক্রিও আগের চেয়ে বেড়েছে। বর্তমানে ঘিলু প্রতি কেজি ৪ থেকে ৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে পায়ের দামের কোনো ঠিক নেই। যখন যেমন পাওয়া যায়।

বিক্রেতা কালাম মিয়া বলেন, রেস্টুরেন্ট এবং রাস্তার পাশের বিভিন্ন দোকানে চিংড়ির মাথা দিয়ে চপ তৈরি করা হয়। ওই সব দোকান মালিকরা তো এখন আগে থেকে এসে মাথার অর্ডার দিয়ে যায়।

ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবুবক্কর সিদ্দিক জানান, চলতি বছরে জেলার ডুমুরিয়া উপজেলায় প্রায় ১১ হাজার ১শত ৪৬ হেক্টর জমিতে গলদা চিংড়ির চাষ হয়েছে। মূলত রপ্তানিযোগ্য হওয়ায় খুলনাসহ দক্ষিণঞ্চালে দিন দিন চিংড়ি চাষ বাড়ছে।

ডুমুরিয়া মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মো. হায়দার আলী বলেন, ব্যাপকভাবে চাষ হলেও স্থানীয় বাজার এবং সাধারণের কাছে চিংড়ির দাম বরাবরই চড়া। প্রথম দিকে মাথা ও পা রপ্তানি না হওয়ায় খুব সস্তায় পাওয়া যেতো। তবে বর্তমানে ভোজন রসিকদের কাছে কদর বাড়ায় চাহিদার সঙ্গে মাথা, ঘিলু এবং পায়ের দাম বাড়ছে। সেই সঙ্গে জমে উঠছে এসব ক্ষুদ্র হাট, বাজার।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

ডুমুরিয়ায় উচ্চ ফলনশীল পাট বীজ উৎপাদন, পাট চাষ ও পাট পচনের আধুনিক প্রদ্ধতির ক্রমোন্নয়ন বিষয়ক কর্মশালা

খুবি ও শাবিপ্রবি দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে জ্বলছে আগুন

রাজপথে ছাত্র-শ্রমিকদের মিতালী আন্দোলনে সরকারের পতন হবে : শিমুল বিশ্বাস

খুবিতে ‘বি’ ইউনিটে গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

নগরীতে চায়ের দোকানিকে কুপিয়ে নগদ অর্থ ও স্বর্ণের চেইন ছিনতাই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।