আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে শাহাজালাল মোড়লকে দেখতে চায় ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নবাসী।
শাহাজালাল ইউনিয়ন আওয়ামী লীগের যুবলীগের যুগ্ম আহ্বায়ক। দীর্ঘদিন ধরে যুগ্ন আহ্বায়ক হিসেবে দলকে ঐক্যবদ্ধ রেখে আ’লীগ সভানেত্রী শেখ হাসিনার আনুগত্যতা পোষণ করে কাজ করে যাচ্ছেন তিনি। বিগত দিন রাজনীতি করে শাহাজালাল মোড়ল কিছু পাননি, সেহেতু সামনে একটি সুযোগ রয়েছে ইউনিয়ন চেয়ারম্যান হওয়ার, সে হিসেবে তাকে চেয়ারম্যান হিসেবে পেতে দাবী তুলেছেন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা।
৯নং সাহস ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে আলাপ করলে জানা গেছে বিগত দিনে শুধু দলে কে শ্রম দিয়েই গেছেন। যেকোন প্রয়োজনে তাকে পাশে পেয়েছেন নেতাকর্মীরা। তাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শাহাজালাল মোড়ল ভাইকে মনোনয়ন দিতে হবে। তিনি তৃণমূলের নেতাকর্মীদের দুঃখ কষ্ট বুঝেন। চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়ন ওয়ার্ড নেতাকর্মীদের সাধারণ মানুষের আরো বেশি মূল্যায়ন করবেন। তাছাড়া শাহাজালাল মোড়ল
স্কুল সদস্য পদে নির্বাচিত হয়ে এলাকায মানুষের সেবা করেছেন।
এ বিষয়ে ৯নংসাহস ইউনিয়ন আওয়ামী লীগের নেত্রী বৃন্দ বলেন, শাহাজালাল মোড়লএকজন ত্যাগী নেতা। সুখে-দুঃখে সবার আগে আমরা ইউনিয়নবাসী তথা আওয়ামী লীগ নেতা কর্মীরা শাহাজালাল মোড়লকে কাছে পাই। তাই তাকে ত্যাগী ও পরিশ্রমী নেতা হিসেবে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।
তিনি অনেক শ্রম দিয়ে ইউনিয়নে আওয়ামী লীগ যুবলীগকে ধরে রেখেছেন। এত শ্রম দেওয়ার পরও তিনি উল্লেখ যোগ্য কিছু হতে পারেননি।
তিনি আরো বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা তাকে চেয়ারম্যান হিসেবে পেতে চাই। আমাদের দাবী তার বিগত দিনের কার্যক্রম বিবেচনা করে দল তাকে মনোনয়ন দিবে। আমরাও তাকে বিপুল ভোটে নির্বাচিত করতে পারবো বলে আমি বিশ্বাস করি।
সাহস ইউনিয়নের সাধারণ মানুষ ও দলীয় নেতা কর্মীরা বলেন, ইউনিয়নের প্রতিটি গ্রাম, ওয়ার্ড পর্যায়ের দলীয় কার্যক্রমকে প্রসারিত করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছি। এ জনপদের প্রতিটি মানুষের সাথে রয়েছে আমার সর্ম্পক। মানুষের সুখে-দুখে পাশে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আমি দীর্ঘদিন ধরে ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করেছি। তাই প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন চাই।