ডুমুরিয়া ডুমুরিয়া উপজেলা নির্বাহি অফিসার এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে মহাবিদ্যালয় পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়।
১২-০৮-২১ইংতারিখ সকাল ৯ টায় ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ডুমুরিয়ায় মহাবিদ্যালয় পরিচালনা পরিষদের জরুরী সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সর্বসম্মতিক্রমে মহা বিদ্যালয়ের শূন্যপদে অধ্যক্ষ নিয়োগের বিষয় সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়। সভাপতি আব্দুল ওয়াদুদ বলেন যত দ্রুত সম্ভব সরকার নির্দেশিত ঘোষণা মোতাবেক অধ্যক্ষ নিয়োগের ব্যবস্থা করতে হবে, এছাড়াও কলেজের উন্নয়নমূলক কর্মকান্ড, ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়। নাম প্রকাশ না করার শর্তে পরিচালনা পরিষদের অনেক সদস্য বলেন দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে কলেজে কোন দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ নাই, ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়েই কলেজ পরিচালিত হচ্ছে, উল্লেখ্য দুই বার অধ্যক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পরও অধ্যক্ষ নিয়োগ হয়নি, বিগত দিনে কলেজে ব্যাপক নিয়োগ বাণিজ্য চলেছে, সেই স্বার্থন্বেষী মহল অধ্যক্ষ নিয়োগে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করছে, আমরা ডুমুরিয়া মহাবিদ্যালয় এর জন্য কোনরকম বাণিজ্য ছাড়াই একজন সৎ দক্ষ অধ্যক্ষ চাই। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা জনাব ফরহাদ হোসেন মোড়ল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ রঞ্জন কুমার তরফদার, বিদ্যোৎসাহী সদস্য ডঃ মাহবুবুর রহমান, সাংবাদিক কাজী আব্দুল্লাহ, বিলাস কুমার মুখার্জি, শিক্ষক প্রতিনিধী খান নুরুল ইসলাম, শিশির কুমার সিংহ, তানজিনা আক্তার, অভিভাবক সদস্য খান আনিসুজ্জামান, আবু বক্কার ও খান মহিদুল ইসলাম।
পরিশেষে উপজেলা উপজেলা নির্বাহি অফিসার জনাব আব্দুল ওয়াদুদ এই মহামারী করোনার সময় সবাইকে স্বাস্থ্যবিধি এবং সরকারি নির্দেশনাগুলো যথাযথ ভাবে মেনে চলার জন্য আহ্বান জানান।