জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম বার্ষিকী ও জাতিয় শিশু দিবস উপলক্ষ্যে ১৭ মার্চ সকালে ডুমুরিয়ায নানা কর্মসূচি র মধ্যে দিয়ে
পালিত হযেছে। উপজেলা স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পম্যাল্য ও শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ থানা প্রশাসন,
মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন, সরকারী বালিকা বিদ্যালয, ডুমুরিয়া মহাবিদ্যালয়, ট্যাকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সাব রেজিষ্টী অফিস, ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয, পল্লী দারিদ্র বিমোচন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি গোষ্ঠী।
উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যলযে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয । সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ জোবাযেদ আলী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয। উপজেলা নির্বাহী আফিসার মো: আব্দুল ওয়াদুদ সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।
সভায় আরো বক্তব্য দেন মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা সহকারী কমিশনার ভূমি মামুনুর রশিদ, মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মানিক, কৃষি অফিসার মোচ্ছাদেক হোসেন, মৎস্য কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক, অফিসার ইনচার্জ মো: ওবাইদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহম্মেদ, প্রাথমিক শিক্ষা অফিসার সিকদার আতিকুর রহমান, মহিলা বিষযক কর্মকর্তা রীনা মজুমদার, প্রমুখ।
আলোচনা সভা শেষে পরিষদ চত্বরে ৭ দিন ব্যাপী মুক্তির উৎসব ও সুর্বন জয়ন্তী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং স্টল পরিদর্শন করেন প্রধন অতিথি। বিকেলে জাতীয় শ্রমীকলীগ ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয। শ্রমীকলীগের সহ সভাপতি ইযাহিয়া র সভাপতিত্বে ও উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক শেখ শফিকুল ইসলম লিটুর পরিচালনায় সভায় বক্তব্য দেন জেলাশ্রমীক লীগের সাধারন সম্পদক পীর আলী, ভান্ডার পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আকরম হোসেন, জেলা শ্রমীক লীগের মনজুর মোর্শেদ রাহাত, শাহিন আহম্মেদ, ফারুক হাসান,শহিদুল ইসলাম হাওলাদার, জামিল আহম্মেদ, দেলোযার হোসেন, মাসুদ রানা, কামাল হোসেন, সোহাগ হাওলাদার, আব্দুল কাদের গাজী, হালিম সরদার, ওয়াদুদ শেখ, কোরবা, আছাবুর, পরিমল রায়, গফফার, হাবিবুর, হালিম গাজী, আলমগীর মোল্ল্যা, ইব্রাহিম, শওকাত, কামরুল, রাসেল শেখ, শেখ রিজাউল ইসলাম, সালাউদ্দিন গাজী, আজিবর ঢালী, রজ্ঞন রায়, প্রমুখ।