শেখ মাহতাব হোসেন :: খুলনার ডুমুরিয়া বাজার হতে ২০ টি জীবিত কচ্ছপসহ দুইজন চোরাকারবারী গ্রেফতার হয়েছে। জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি টিম শুক্রবার সকালে তাদের গ্রেফতার করে। এ ঘটনায় বন আইন এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে।
আসামিরা হচ্ছে, ডুমুরিয়া উপজেলার আমুড়বুনিয়া গ্রামের ফনি ভূষন রায়ের ছেলে সুজন রায় (৩৫) এবং পাইকগাছা উপজেলার মঠবাটি গ্রামের সুকুমার সরকারের ছেলে শংকর সরকার ওরফে বাবু (৪২)। সুজনের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে আরও একটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, অবৈধভাবে কচ্ছপ কেনা-বেচা সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবির একটি টিম সকাল সাড়ে ৯ টার দিকে ডুমুরিয়া বাজারে অভিযান চালায়। তখন একটি পাটের তৈরি বস্তায় থাকা ২০ টি কচ্ছপসহ দুই আসামি গ্রেফতার হয়। উদ্ধার হওয়া কচ্ছপগুলোর ওজন ১৬ কেজি।