‘‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডুমুরিয়া উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ সপ্তাহব্যাপী কর্মসূচীর শুভ উদ্বোধন,আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন জনাব সরোজ কুমার মিস্ত্রী,উপ-প্রকল্প পরিচালক,সাসটেইনেবল কোষ্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট,খুলনা বিভাগ, খুলনা, জনাব লুকাস সরকার, উপ-প্রকল্প পরিচালক,ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) খুলনা বিভাগ, খুলনা , মহিলা ভাইস চেয়ারম্যান শারমীন পারভীন রুমা। উল্লেখ্য আলোচনা সভার পূর্বে সকাল জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে কাঠালতলা আশ্রায়ন প্রকল্পের পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন জন প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব কে এম আলী আজম। অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মো: আবুবকর সিদ্দিক। সভায় বক্তারা নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাছের উৎপাদন বৃদ্ধি, সকল জলাশয়ে পরিকল্পিত মাছ চাষ এবং ফরমালিন ও পুশ মুক্ত উপজেলা গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় মাছ ও চিংড়ি উৎপাদনে বিশেষ সাফল্য অর্জন করায় উপজেলার ৮ জন চাষী ২ জন উদ্দোক্তা ও ১টি প্রতিষ্ঠানকে পুরষ্কার ও সনদপত্র প্রদান করা হয়। বাগদা চিংড়ি উৎপাদনে সফল চাষী সমর কুমার দাস, গলদা চিংড়ি উৎপাদনে সফল চাষী এমডি জহুরুল হক, পাবদা গুলসা উৎপাদনে সফল চাষী মো: বেনজির হোসেন, তারা বাইম মাছ উৎপাদনে সফল চাষী জনাব নিলফা ইয়াসমিন, মাছ চাষে ও বরফ উৎপাদনে সফল নারী উদ্যোক্তা আফরোজা খানম, কার্প জাতীয় মাছের মিশ্র চাষে জনাব এজাজ আহমেদ, ভ্যালু এডেড প্রোডাক্টস প্রস্তুতকারক সফল উদ্যোক্তা জনাব রায়হান সরদার, শিং মাছ উৎপাদনে সফল চাষী জনাব শৈলেন্দ্র নাথ নন্দী, গুনগতমানের পোনা উৎপাদনে সফল প্রতিষ্ঠান জোয়াদ্দার মৎস্য খামার প্রোঃ- জে এম আজমল হোসেন পুরষ্কার প্রদান করা হয়। সপ্তাহব্যাপী নানা কর্মসূচীর মধ্যদিয়ে আগামী ৩ সেপ্টেম্বর/২১ মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হবে।