খুলনার ডুমুরিয়ায় ফসলী জমি থেকে অবৈধ ভাবে মাটি কাঁটার অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযানে এক আওয়ামী লীগ নেতাসহ দু'ব্যক্তি কে ১ লাখ টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এর নেতৃত্বে পৃথক অভিযানে এ জরিমানা ধার্য্য করা হয়।
আদালত ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবদুল ওয়াদুদ এর ভ্রাম্যমান আদালত উপজেলা সদরের শালতা নদীর চর ভরাটিয়া জমি থেকে অবৈধ ভাবে মাটি কেঁটে নেয়ার অপরাধে জনৈক কামরুজ্জামান শেখ কে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন।
অপর দিকে উপজেলার গুটুদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী নুরুল ইসলাম গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয়ের মালিকানাধীন দীঘি থেকে অবৈধ ভাবে মাটি কেঁটে বিক্রির অপরাধে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ এর ভ্রাম্যমান আদালত ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন।
আদালত পরিচালনায় সহায়তা করেন থানা পুলিশের সদস্যবৃন্দ, ইউএনও এবং ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।