গত ৪ অক্টোবর হতে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন সচেতনতা সভা, অভিযান, বাজার, মাছ ঘাট, আড়ত পরিদর্শন ও মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ডুমুরিয়ায় আজ মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২১ শেষ হচ্ছে আজ। আজ রাত ১২.০০ টার পর জেলেরা পূর্বের ন্যায় আবার নদীতে মাছ ধরতে পারবেন। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে গত ২২ দিনে মাছ ঘাটে ৪৫টি পরিদর্শন, বাজারে ২৩৭ পরিদর্শন, আড়তে ৮৮টি পরিদর্শন, নদী ও বাজারে, ২৪টি অভিযান ও ৮ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সব অভিযান ও মোবাইল কোর্ট হতে ৭৪ লক্ষ টাকা মূল্যের ৩.৭ লক্ষ মিটার অবৈধ জাল আটক করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় ১২ টি মামলা হয় এবং ৫৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলার সর্বত্র ইলিশ আহরণ, বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুদ ও বিনিময় এ সময় নিষিদ্ধ ছিলো। ইলিশের প্রজনন ক্ষেত্র ভদ্রা, ঘ্যাংরাইল ও হরি নদীতে সব ধরনের মৎস্য আহরণও এ সময় নিষিদ্ধ ছিলো। ইলিশের নিরাপদ প্রজননের স্বার্থে এ সময় রাত-দিন মা ইলিশ সংরক্ষণ অভিযান কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
শেখ মাহতাব হোসেন।