রবিবার ২২ আগষ্ট ২০২১২০২১-২০২২ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় ডুমুরিয়া উপজেলার ৪১টি সরকারি/বেসরকারি প্রাতিষ্ঠানিক জলাশায়ে ৬১০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। পোনা অবমুক্তকরনের শুভ উদ্বোধন করেন খুলনা ৫ আসনের মাননীয় সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ। পোনা অবমুক্তকরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগের উপ-পরিচালক নারায়ন চন্দ্র দাশ। মৎস্য অধিদপ্তর, মৎস্য ভবন, ঢাকা হতে পোনা অবমুক্তকরন ও মূল্যায়ন (২০২১-২০২২অর্থ বছর) কমিটির সদস্য জনাব মনিষ কুমার মন্ডল, ডিপিডি,এসসিএমএফপি, জয়দেব পাল, জেলা মৎস্য কর্মকর্তা, খুলনা। জনাব এজাজ আহমেদ, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ডুমুরিয়া, খুলনা। মো: আবদুল ওয়াদুদ,উপজেলা নির্বাহী অফিসার ডুমুরিয়া, খুলনা। মো: মনিরুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) ডুমুরিয়া খুলনা। শারমিনা পারভিন রুমা, মহিলা ভাইস-চেয়ারম্যান, গাজী আবদুল হালিম ভাইস-চেয়ারম্যান,জনাব মো: মোছাদ্দেক হোসেন, উপজেলা কৃষি অফিসার, সুব্রত বিশ্বাস, উপজেলা সমাজ সেবা অফিসার, কাজী আবদুল্লাহ, সভাপতি, প্রেস ক্লাব ডুমুরিয়া।