খুলনা পল্লী বিদ্যুৎ এর ডুমুরিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল মতিনের পরামর্শ অনুযায়ী সকল কর্মকর্তা/কর্মচারীদের সাথে পরামর্শ করে নিজস্ব অর্থায়নে করোনা মহামারীর ডেল্টা ভ্যারিয়েন্ট মোকাবেলায় একটি অক্সিজেন সিলিন্ডার ক্রয় করা হয়েছে।
এতে মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের মনোবল সুদৃড় হওয়া সহ কর্মস্পৃহা বৃদ্ধি পেয়েছে।ফলে আসন্ন পবিত্র ইদ-উল আজহায় সকলকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি গ্রাহকের যেকোনো অভিযোগ দ্রুততম সময়ে সমাধান করা সম্ভব হবে। খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির ডুমুরিয়া জোনাল অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্য বিধি মেনে কাজ করার পরামর্শ দিয়েছেন,
খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির ডুমুরিয়া জোনাল অফিসের ডিজি এম মোঃ আব্দুল মতিন, এসময় উপস্থিত ছিলেন এজিএম কম আব্দুল মুনিম খান, ইসি খোরশেদুজ্জান,প্রকৌশলী মোঃ বনি আমিন, বিলিং সুপার ভাইজার সুলতানা আক্তার, পি ইউ সি প্রশান্ত কুমার দাশ,ক্যাশিয়ার আসমা আক্তার,এলটি মোঃ শাহাবুল ইসলাম, ও আব্দুর রাজ্জাক প্রমুখ।
প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষের জীবনমান উন্নত করাই ‘ডিজিটাল বাংলাদেশ’ ভিশনের মূল লক্ষ্য। এ লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড আইসিটি খাতে বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ বাস্তবায়ন করেছে।
“শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ” শ্লোগানটি সামনে রেখে ২০২০ -২১ সালের মধ্যে সরকার সারা বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বদ্ধ পরিকর করেছেন, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির ডুমুরিয়া জোনাল অফিস।