ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এই সময়, ৮৬০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চলতি মাসের ২৮ তারিখ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৬৭ জনের মৃত্যু হয়েছে। এবং এএ সময়ে মোট রোগী শনাক্ত হয়েছে ১৫ হাজার ৭২৪ জন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন হাসপাতালে ভর্তির মধ্যে বরিশাল বিভাগে ১০১ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৪ জন, ঢাকা জেলায় (সিটি কর্পোরেশন সীমার বাইরে) ১০৯ জন, ঢাকা উত্তর সিটিতে ১৯৫ জন এবং ঢাকা দক্ষিণে ১৮১ জন। খুলনা বিভাগে ৫৩ জন। এছাড়া রাজশাহী বিভাগে ২ জন, ময়মনসিংহ বিভাগে ৩২ জন, সিলেট বিভাগে ৬ জন এবং রংপুর বিভাগে ১৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মতে, এই বছরের জানুয়ারি থেকে মোট ২৮ হাজার ৫৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর ডেঙ্গু জ্বরে মৃত্যু হয়েছে ১৫০ জনের। গত বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু জ্বরে হাসপাতালে ভর্তি হয়েছিল। ১ হাজার ৭০৫ জন মারা গেছে।