সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
ডে কেয়ার সেন্টারে শিশু হারালে ১০ বছরের জেল-জরিমানা | চ্যানেল খুলনা

ডে কেয়ার সেন্টারে শিশু হারালে ১০ বছরের জেল-জরিমানা

ডে কেয়ার বা শিশু দিবাযত্ন কেন্দ্র থেকে কোনো শিশু হারালে কেন্দ্র সংশ্লিষ্টদের ১০ বছরের জেল এবং ৫ লাখ টাকার জরিমানার বিধান রেখে জাতীয় সংসদে ‘শিশু দিবাযত্ন কেন্দ্র-২০২১’ বিল পাস হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার (১৬ জুন) সংসদের অধিবেশনে বিলটি পাসের জন্য উত্থাপন করা হলে জনমত যাচাই ও সংশোধনী প্রস্তাব দেন বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্য।

তাদের প্রস্তাবের পক্ষে কয়েকজন আলোচনা করলেও জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব কণ্ঠভোটে বাতিল হয়।

কর্মজীবী ও পেশাজীবী মায়েদের শিশুর জন্য উপযুক্ত, নিরাপদ ও প্রাতিষ্ঠানিক পরিচর্যার জন্য পাস করা হয়েছে ‘শিশু দিবাযত্ন কেন্দ্র-২০২১ বিল’।

বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। এর আগে গত ৩ এপ্রিল বিলটি উত্থাপন করেন প্রতিমন্ত্রী। পরে বিলটি অধিকতর যাচাই-বাছাই করার জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিলে শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন সম্পর্কে বলা হয়েছে, এই আইন প্রবর্তনের পর সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান তাদের ব্যবস্থাপনায় শিশু দিবাযত্ন কেন্দ্র তৈরি করতে পারবে।

তবে সরকার সংবিধিবদ্ধ সংস্থা বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত কোনো শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন এবং পরিচালনার ক্ষেত্রে নিবন্ধন গ্রহণের প্রয়োজন হবে না।

বিলে কর্তব্যে অবহেলার দণ্ড সম্পর্কে বলা হয়েছে-
কোনো ব্যক্তির কর্তব্য অবহেলার কারণে কেন্দ্রে থাকা অবস্থায় কোনো শিশুর স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ হলে বা স্বাস্থ্যহানি ঘটলে তা অপরাধ হিসেবে বিবেচ্য হবে।

এই অপরাধের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি অনূর্ধ্ব (২) বছর কারাদণ্ড বা অনধিক ২ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

শিশুর প্রতি নিষ্ঠুর আচরণের দণ্ড সম্পর্কে বলা হয়েছে-
কোনো ব্যক্তি কেন্দ্রে শিশুর সঙ্গে নির্ধারিত নিষ্ঠুর আচরণ করলে হবে একটি অপরাধ এবং উক্ত অপরাধের জন্য ২ মাসের কারাদণ্ডে বা অনূর্ধ্ব ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

দিবাযত্ন কেন্দ্র হতে শিশু নিখোঁজ বা হারিয়ে যাওয়া নিয়ে বলা হয়েছে-
কোনো শিশু নিখোঁজ বা হারিয়ে গেলে তা হবে একটি অপরাধ। এই অপরাধের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি অনধিক ১০ বছরের কারাদণ্ড এবং ৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন।

বিলে অভিভাবকের সঙ্গে মত বিনিময় সম্পর্কে বলা হয়েছে-
কেন্দ্র পরিচালনাকারী ব্যক্তি প্রত্যেক তিন মাসে অন্তত একবার করে সেবাগ্রহণকারী অভিভাবকের সঙ্গে নির্ধারিত পদ্ধতিতে মতবিনিময় সভার আয়োজন করবে।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

কিশোর গ্যাং মোকাবিলায় নির্দেশনা প্রধানমন্ত্রীর

সরকারি সফর শেষে কাতার থেকে ফিরেছেন সেনাবাহিনী প্রধান

জার্মানি সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার

স্মার্ট ভূমিসেবা বাস্তবায়নে গতি আনতে বিশেষ কর্মসূচি নেওয়া হচ্ছে

ঢাকার উদ্দেশে মিউনিখ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী

জেলেনস্কির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।