সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
ঢাকায় নেমে কোয়ারেন্টিন-বিধি ভঙ্গ ব্রাজিল কোচের | চ্যানেল খুলনা

ঢাকায় নেমে কোয়ারেন্টিন-বিধি ভঙ্গ ব্রাজিল কোচের

দগলাস সিলভা ঢাকায় এসেছেন শনিবার সকালে। এসেই চলে যান মুন্সিগঞ্জে। কিন্তু নিয়ম হলো বাংলাদেশে আসার পর করোনা নেগেটিভ সার্টিফিকেট পেলেই তখন যে কোন কোচ বা খেলোয়াড় দলের সঙ্গে যোগ দিতে পারবেন। কিংবা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন। অথচ ব্রাজিলিয়ান কোচ তা করেননি। ব্রাজিল থেকে করোনা সার্টিফিকেট নিয়ে এসেই দলের খেলা দেখতে চলে যান মুন্সিগঞ্জে! এতে তার বিরুদ্ধে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের(বাফুফে) বেঁধে দেওয়া করোনা বিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। সেখান থেকে ম্যাচ কমিশনার তার রিপোর্টে এ কথা উল্লেখও করেছেন।

বাফুফের কম্পিটিশন বিভাগের ম্যানেজার জাবের বিন তাহের আনসারি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘শুধু বিদেশ থেকে যে কেউ করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসলেই হবে না। আমাদের এখানে নামার পর সেই কোচ বা খেলোয়াড়কে আবারও করোনা নেগেটিভ হতে হবে। তারপরই সেই বিদেশি কোচ কিংবা খেলোয়াড় দলের সঙ্গে যোগ দিতে পারবেন। কিংবা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন। সেক্ষেত্রে ব্রাজিলের কোচের বিষয়টি শুনেছি। আমাদের ম্যাচ কমিশনার তার রিপোর্টে সেই বিষয়টি উল্লেখও করেছেন। এখন আমরা রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেবো।’
তবে আরামবাগ ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এজাজ জাহাঙ্গীর ব্রাজিলের কোচের বিষয়টি হালকা করেই দেখছেন, ‘আমাদের নতুন কোচ ঢাকায় এসে মুন্সিগঞ্জে গেছেন। সেখানে তিনি গ্যালারিতে বসে খেলা দেখেছেন। আর সে তো ব্রাজিল থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়েই এসেছে। এখন প্রয়োজন পড়লে আমরা ঢাকায় আবারও তার করোনা পরীক্ষা করাবো। সেটা বাফুফেতেও জমা দেবো।’

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

ফকিরহাটে বঙ্গবন্ধু জাতীয় ৪০তম পুরুষ এবং ১৭তম নারী ভারোত্তোলন প্রতিযোগিতা শুরু

অস্ত্রোপচার করাতে হচ্ছে ইংলিশ তারকার

ফকিরহাটের বেতাগায় চারদলীয় তপন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো বিসমিল্লাহ ফিড মিলস লি:

বড় লাফ দিয়ে সাকিবের ঘাড়ে নিশ্বাস ফেলছেন হাসারাঙ্গা

সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে কেএমপি কমিশনার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।