ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর উত্তরা থেকে আ. লীগের এই নেতাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন, ডিএমপির মুখপাত্র উপ- কমিশনের মুহাম্মদ তালেবুর রহমান।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা সরকার ও তার দল আওয়ামী লীগ। এরপর থেকেই দলটির নেতাকর্মীরা বিভিন্ন অপরাধে জড়িত থাকার অপরাধে ও মামলায় গ্রেফতার হচ্ছেন। এর মধ্যে অনেক শীর্ষস্থানীয় মন্ত্রীরাও রয়েছেন।
বাকিরা পালিয়ে দেশ ছেড়েছেন, অনেকে দেশেই আত্মগোপনে রয়েছেন। দেশে আত্মগোপনে থাকা সেই নেতারাই কদিন পর পর গ্রেফতার হচ্ছেন। এবার গ্রেফতার হলেন ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক।