সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
তথ্য প্রযুক্তির সহায়তায় নগরীতে ট্রাক চালক হত্যায় ব্যবসায়ীসহ গ্রেফতার ৪ | চ্যানেল খুলনা

তথ্য প্রযুক্তির সহায়তায় নগরীতে ট্রাক চালক হত্যায় ব্যবসায়ীসহ গ্রেফতার ৪

চ্যানেল খুলনা ডেস্কঃনগরীর শিরোমনি বাইপাস সড়কে চাঞ্চল্যকর ট্রাক চালক হত্যার ২২ ঘন্টার মধ্যে অত্যাধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে চুয়াডাঙ্গা থেকে ৩ এবং বটিয়াঘাটা থেকে আরও একজনকে আটক করেছে পুলিশ।
এদিকে ঘটনার দিন রাতেই লবণচোরা থানার সাচিবুনিয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার ও ট্রাকে থাকা বাঁশ ক্রয়কারি মাওঃ ইউনুস আলীকে আটক করে পুলিশ।
অন্যদিকে হত্যায় জড়িতদের গ্রেফতারে আড়ংঘাটা ও খানজাহান আলী থানা পুলিশ রাতভর অভিযান চালিয়ে আলমডাঙ্গা থানা এলাকার হ্যাপি এবং চুয়াডাঙ্গা এলাকার রাকিব হোসেন রিয়াজ ও মোঃ ইয়াসিনকে গতকাল ভোরে আটক করেছে। চুয়াডাঙ্গা সদর থানার সহযোগিতায় আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামে নামাজে জানাজা শেষে ছিনতাই ঘটনায় নিহত ট্রাক চালক শমসের মন্ডলকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এছাড়া গুরুতর জখম তার ছেলে রোকন (৩৮) কে ২ সেপ্টেম্বর রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান উর্ধ্বতন পুলিশ কর্মকার্তদের দুরদর্শীতায় এবং অত্যাধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় ৩ জনকে চুয়াডাঙ্গা ও ১ জনকে বটিয়াঘাটা থেকে আটক করা হয়েছে। আটকের পর ঘটনাস্থলে মঙ্গলবার দুপুর দেড়টায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তদের উপস্থিতিতে হ্যাপিকে জিজ্ঞাসাবাদ করা হলে সে স্বীকারোক্তি দিয়েছে। তবে তদন্তের স্বার্থে এর থেকে বেশী কোন তথ্য দিতে অপরাগতা প্রকাশ করেন ওসি।
প্রসঙ্গত গত ২ সেপ্টেম্বর রাতে নগরীতে নিহত ট্রাক চালক শমসের মন্ডল (৫৫) ও তার ছেলে রোকন (৩৮) বাঁশ বোঝাই ট্রাক নিয়ে চুয়াডাঙ্গা থেকে খুলনায় আসছিল। শিরোমনি বাইপাস সড়কে আসতেই দুর্বৃত্তরা ধারালো অস্ত্রদিয়ে পিতা-পুত্রকে কুপিয়ে ফেলে ট্রাক নিয়ে পালিয়ে যায়।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

আমিরাত থেকে ফিরলেন ক্ষমা পাওয়া আরও ২৭ জন

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।