হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার পুরোনো একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়েছে। যে ঘটনায় সোমবার (২০ নভেম্বর) বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে গিয়ে অভিযোগ জমা দিয়েছেন তিশা।
এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘একটি বেসরকারি টেলিভিশনের তামিম নামের একজন সাংবাদিক এই অডিও রেকর্ডটি ফাঁস করেছে।’
তিশার দাবি, এই সাংবাদিক কয়েকদিন আগে তাকে এমন কিছু টেক্সট করেছেন যা সাংবাদিকতার নীতিবিরোধী। এজন্যই ওই সাংবাদিককে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি দিয়েছিলেন তিনি।
তিশা বলেন, ‘আমি যখন হাসপাতাল থেকে বাসায় ফিরে আসি, তখন তামিম নামের ওই সাংবাদিক আমাকে এমন এক টেক্সট করেন যা মুখেও আনতে পারছি না। এরপর আমি খুব রেগে যাই। তাকে কল দেই।’
এই অভিনেত্রীর দাবি, সাংবাদিকদের ‘উড়িয়ে দেওয়ার’ মতো আমি কিছু বলিনি। আমি শুধু ওই একজন সাংবাদিককে উদ্দেশ্য করেই বলেছি। কারণ আমি মনে করি, সে সাংবাদিক নন। একজন সাংবাদিক কখনো এভাবে কাউকে টেক্সট পাঠাতে পারেন না।
ডিবি কার্যালয়ে যাওয়া প্রসঙ্গে তিশা বলেন, ‘ডিবি কার্যালয় একটা আস্থার জায়গা। আমরা যারা সাইবার বুলিংয়ের শিকার হই, বিশেষ করে তারকারা এখানে আসে। হারুন স্যারের সাহায্য নেয়। আমিও ব্যতিক্রম নই। আমিও একজন তারকা। আমি বিগত দিনগুলোতে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি। হ্যারেজমেন্টের শিকার হচ্ছি। ফলে আমার মনে হয়েছে, হারুন স্যারের কাছে আসলে তাদের একটা সাহায্য পাব। সেজন্যই এখানে আসা।’