সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
তারকাদের মুখে মাস্কের বদলে ব্যান্ডানা, কতটা নিরাপদ? | চ্যানেল খুলনা

তারকাদের মুখে মাস্কের বদলে ব্যান্ডানা, কতটা নিরাপদ?

চ্যানেল খুলনা ডেস্কঃমুখ দেখে চেনা যায় তারকাদের। আর করোনাভাইরাস এসে মুখ ঢেকে রাখার নিয়ম চালু করিয়েছে নির্বিশেষে। স্বাস্থ্যগত নিরাপত্তার জন্য তাই মুখ ঢাকছেন তারকারাও। তবে কেউ কেউ ফেস মাস্কের বদলে বেছে নিচ্ছেন শৈল্পিক ও সুচারু ব্যান্ডানা। কিন্তু এগুলোর পক্ষে কোভিড-১৯-এর জীবাণু আটকানো কতটা সম্ভব?

অ্যাম্বার হার্ড।

সম্প্রতি লন্ডনের আদালতে হাজির হতে দেখা যায় হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড ও অভিনেতা জনি ডেপকে। সাবেক এই তারকা দম্পতি বেশ কিছুদিন ধরেই পরস্পরের বিরুদ্ধে আইনি লড়াইয়ে লিপ্ত। সেদিন অ্যাম্বারে মুখে মাস্কের বদলে ছিল লাল পলকা ডটের স্কার্ফ আর ডেপের মুখে কালো ব্যান্ডানা।

অন্যদিকে গত সপ্তাহে নিউইয়র্ক সিটিতে নিজের জুতোর দোকানে ক্রেতাদের সঙ্গে আলাপ করছিলেন অভিনেত্রী সারা জেসিকা পার্কার এবং লস অ্যাঞ্জেলেসের রাস্তায় দেখা মেলে ক্রিস্টেন স্টুয়ার্টের। দুজনেই মাস্কের বদলে ব্যান্ডানা পরে ছিলেন।

জনি ডেপ।

করোনাভাইরাস মহামারির সময়ে তারকাদের এ রকম ফ্যাশন নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব ব্রাইটনের সেন্টার ফর ডিজাইন হিস্টোরির প্রভাষক নিকোলা অ্যাশমোর দ্য ইন্ডিপেনডেন্ট পত্রিকাকে বলেন, কোভিড-১৯-এর কালে অদৃশ্য ও ভয়ানক ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে একাধিকবার ব্যবহৃত চার কোণা কোনো কাপড় বা ব্যারান্ডা দিয়ে নিজেকে সুরক্ষা করতে চাওয়া বুদ্ধিমানের কাজ নয়।

এরই মধ্যে, ‘ফিজিকস অব ফ্লুইডস’ জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ব্যান্ডানার পক্ষে মাস্কের মতো সুরক্ষা দেওয়া সম্ভব নয়।

ক্রিস্টেন স্টুয়ার্ট।

মুখ ঢাকার বিভিন্ন রকমের উপকরণের ওপর পরীক্ষা চালিয়ে গবেষকরা দেখেছেন, কাশির কারণে সেগুলো ভেদ করে ড্রপলেট বা জীবাণুকণার পক্ষে কত দূর পর্যন্ত ছড়ানো সম্ভব। তাতে দেখা গেছে, মুখ ঢাকা না রাখলে ড্রপলেট যেতে পারে ৮ ফুট দূর পর্যন্ত। অন্যদিকে, সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিজারভেশনের (সিডিআই) সুপারিশ বলছে, ঘন সূতিবস্ত্রের মতো গুণমানসমৃদ্ধ কাপড়ে তৈরি সবচেয়ে কার্যকর ফেস মাস্ক মুখে থাকলে ভাইরাসটি মাত্র আড়াই ফুট পর্যন্ত দূরত্ব পাড়ি দিতে পারবে।

সারা জেসিকা পার্কার।

সে ক্ষেত্রে ব্যান্ডানার কার্যকারিতা কিছুটা হলেও রয়েছে; কেননা, এটি পরে কাশি দিলে ৩ ফুট পর্যন্ত ছড়াতে পারে জীবাণুকণা।

তাই মাস্কের বদলে ব্যান্ডানা পরলে আপনার হয়তো নিজেকে ‘রকস্টার’ মনে হবে; তবে স্টাইলের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলবেন কি না, সেই সিদ্ধান্ত আপনারই!

  • সূত্র: নিউইয়র্ক পোস্ট

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।