সেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার খালিশপুরের বায়তুল ফালাহ্ ক্যাম্পের মানুষের মাঝে সেমাই, চিনি, গুড়া দুধ ও নুডুলস দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি ছিলেন, আই.এস.ডি.সি.এম প্রজেক্ট অফিসার হুমায়ুন কবির।
‘তারুণ্যের জয়গান হোক প্রতিটি প্রাণে’ এই স্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদ-উল-আযাহ উপলক্ষে সেচ্ছাসেবী সংগঠন তারুণ্য এ আয়োজন করে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ইসরাত জাহান মিম, সভাপতি মাহবুব, সাধারণ সম্পাদক সাজিদ, উপদেষ্টা ইয়াসিন বাপ্পি, সাইফুল ইসলাম, মশিউর রহমান, সাকিল, মিলনসহ প্রমুখ।