সাতক্ষীরার তালায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির (২৫-৩০) লাশ উদ্ধার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২০ আগস্ট) ভোরে তালা উপজেলার ত্রিশ মাইল এলাকা থেকে ওই উদ্ধার করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সরদার জানান, মঙ্গলবার সকালে উপজেলার ত্রিশ মাইল এলাকা থেকে সেনাবাহিনী অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রেখে গেছে। লাশের পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে। তালা থানা পুলিশকে জানিয়েছি। ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।