সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
তালায় দুর্যোগে ঝুঁকি মোকাবেলা ও পরিকল্পনা প্রনয়ণ এডভোকেসি সভা | চ্যানেল খুলনা

তালায় দুর্যোগে ঝুঁকি মোকাবেলা ও পরিকল্পনা প্রনয়ণ এডভোকেসি সভা

সাতক্ষীরার তালা উপজেলায় যুব-নেতৃত্বে স্থানীয় পর্যায়ে ঝুঁকি মোকাবেলা ও পরিকল্পনা প্রনয়ণ পূর্বক বাজেটে অর্ন্তভুক্তকরণ বিষয়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১০ টায় তালা উপজেলা প্রাণী সম্পদ অফিসে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মাসুম বিল্লাহ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন্নাহার, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম,প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম, নগরঘাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শিব প্রসাদ মন্ডল, প্রশাসনিক কর্মকর্তা আমিনুর রশিদ, তালা প্রেসক্লাবের সভাপতি এমএ হাকিম, ভুমিজ ফাউন্ডেশন সমন্বয়কারী অচিন্ত সাহা, রুপালী পরিচালক শফিকুল ইসলাম, আমার বন্ধু ফাউন্ডেশনের সভাপতি নাহিদ হাসান প্রমূখ। প্রকল্পের কার্যক্রম ও প্রোগ্রামের লক্ষ্য-উদ্দেশ্য ও কর্মসূচির প্রতিবেদন উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান (তহিদ)। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালচনায় ছিলেন এক্টিভিস্টা শ্রেয়া গেøারিয়া।

উপস্থিত ছিলেন ইন্সপেরিটর একশনএইড বাংলাদেশ সুপ্তি দাশ চৈতী, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ফাইন্যান্স অফিসার চন্দর কুমার বৈদ্য, ইয়ূথ ফেলো লিপি চৌধুরী প্রমুখ।

এডভোকেসির উদ্দেশ্য ছিল স্থানীয় পর্যায়ে ঝুঁকি বিশ্লেষণ কর্মসূচি বাস্তবায়নের সময় জলবায়ূ পরিবর্তন সম্পর্কিত ঝুঁকি চিহ্নিত করা এবং বাজেটে বরাদ্দ রাখা ও জলবায়ূ অভিযোজন, প্রশমন, দক্ষতা উন্নয়ন উদ্যোক্তা সৃষ্টি অনুদান জলবায়ূ সহনশীল কাঠামো তৈরী নারী সংবেদনশীল আশ্রয়কেন্দ্র তৈরী বেরিবাঁধ নির্মানের জন্য বাজেটে অন্তভর্‚ক্তকরণ। উপস্থিত অতিথিবৃন্দ বলেন আগামী অর্থবছরে বাজেটে যুবদের চাহিদা অনুযায়ী স্থানীয় ঝুঁকি নিরসনে ইউনিয়ন পরিষদ ও সরকারী দপ্তরের বাজেটে জলবায়ূ পরিবর্তন বিষয়ে নিচের খাতগুলো বরাদ্দের জন্য ইয়ূথরা প্রস্তাবনা দেন।

দুর্যোগ কবলিত যুব ও নারীদের মাঝে হাইজিন কিডস (ন্যাপকিন প্যাড, হ্যান্ড ওয়াশ, টিস্যু) বিতরণ। জলবায়ূ পরিবর্তনজনিত ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের সহায়ক উপকরন বিতরন। দূর্যোগকালীণ জরুরী সেবা নিশ্চিত করার জন্য ইউনিয়নে থোপ বরাদ্দ নিশ্চিত করা ও বৃক্ষ বিতরণ করা। মোবাইল ফোনের অপব্যবহার এড়াতে শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী বিতরণ/ বিভিন্ন উপকরণ দিয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করা। লবণাক্ততা মোকাবেলায় কৃষি বরাদ্দ বৃদ্ধি। বন্যা ও জলোচছাস প্রতিরোধে বাঁধ নির্মান ও সংস্কারে বাজেট রাখা। স্থানীয় জলাবদ্ধতা নিরসনে বাজেটে বরাদ্দ রাখা। জলাবদ্ধতায় বিকল্প চাষের ব্যবস্থা করা। জলবায়ূ অভিযোজনমুখি শিক্ষা কার্যক্রম ও প্রশিক্ষণে বাজেট রাখা। নারী নেতৃত্বে অভিযোজন প্রকল্পে বরাদ্দ। গ্রামে গ্রামে দুর্যোগ প্রস্তুতি কমিটি গঠন, উদ্ধার সামগ্রী বিতরণ এবঙ মহড়া আয়োজন বাজেটে অন্তর্ভুক্ত করা। ক্ষতিগ্রস্থ পরিবারগেুলোর জন্য জলবায়ূ সহনশীল ঘর তৈরীতে অনুদান বা লোন বরাদ্দ। লবণাক্ততা বা দুর্যোগে ক্ষতিগ্রস্থ কৃষকদের জন্য বিকল্প জীবিকা প্রশিক্ষণ ও ক্ষুদ্র্রিন বরাদ্দ। বাজে্েট নতুন আশ্রয়কেন্দ্র নির্মান (প্রয়োজনে) ও পুরাতনগুলোর সংস্কারে বরাদ্দ বাড়াতে হবে। প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লাইমেট ইনফরমেশন সেন্টার চালু এবং আগাম সতর্কতা বার্তা প্রচারে বাজেট বরাদ্দ। স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদে জলবায়ূ পরিবর্তনজনিত কারণে বিশেষ বাজেট বরাদ্দ নিশ্চিতকরণ। যুব উন্নয়ন অধিদপ্তর ও কৃষি অধিদপ্তর কর্তৃক পরিবেশবান্ধব উদ্যোক্তা প্রশিক্ষণ (সবুজ ব্যবসা, কম্পোস্টিং, রিনিউয়েবর এনার্জি ব্যবহার নিশ্চিত করার জন্য বাজেট দেওয়া) উপস্থিত অতিথিবৃন্দরা উপরোক্ত বিষয়গুলো আগামী অর্থ-বছরের বরাদ্দ রাখার ব্যাপারে সুপারিশ করেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় দুর্যোগে ঝুঁকি মোকাবেলা ও পরিকল্পনা প্রনয়ণ এডভোকেসি সভা

তালায় সাংবাদিক টিপুকে কারাদন্ড দেওয়ার প্রতিবাদে প্রতিবাদ সভা

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ৫ সেনাসদস্য আহত

সাতক্ষীরায় কন্যা সন্তানকে বিশ হাজার টাকায় বিক্রি করেছেন মা

তালায় সেচপাম্পের অবৈধ বিদ্যুৎ সংযোগে জীবন গেল বিলকিস বেগমের!

তালায় ধান খেতে পানি নিয়ে যাওয়ার পথে বিদ্যুৎ স্পৃষ্টে নারীর মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।