সাতক্ষীরার তালায় স্মার্ট প্রকল্পের অভিহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে ও স্মার্ট প্রকল্পের ব্যবস্থাপক খাইরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য করেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তারিক ইমাম, বিসিক সাতক্ষীরা উপব্যবস্থাপক গৌরব দাস, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারন অফিসার ডা: মহুয়া মেহেনাজ মুন, অধ্যক্ষ শফিকুল ইসলাম।