তালা শহীদ আলী আহমদ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং তালা মহিলা কলেজ ও কামেল মডেল হাইস্কুলের প্রতিষ্ঠাতা এম,এ কাসেম (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ষ্ট্রোক জনিত কারণে খুলনার আদ্-দ্বীন হাসপাতালে তিনি মারা যান। দুপুরে তালাস্থ নিজ বাসায় বুকের ব্যথা অনুভব করলে তাকে প্রথমে তালা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখান থেকে খুলনার আদ্-দ্বীন হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যা ৬ টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, বিশিষ্ট শিক্ষাবিদ এম,এ কাসেম বর্তমানে তালা মহিলা কলেজের গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য এবং কামেল মডেল হাইস্কুলের প্রতিষ্ঠাতার পাশাপাশি বর্তমানে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
তালার সকলের প্রিয় এম এ কাশেম স্যারের মৃত্যুতে গভরি শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা -১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,ভাইচ চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইচ চেয়ারম্যান মুরশীদা পারভীন পাপড়ী, তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, সাইফুল ইসলাম, ভারপ্রপ্ত অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, জেএসডি কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, তালা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা এম এ হাকিম, প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি এম এ ফয়সাল, সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, সাংগাঠনিক সম্পাদক সেলিম হায়দার, অর্জুন বিশ্বাস, সেকেন্দার আবু জাফর বাবু প্রমুখ।