‘শিখবে শিশু হেসে খেলে, শাস্তিমুক্ত পরিবেশ পেলে’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) তালা সদর ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে তালা বি,দে, সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী শিক্ষা অফিসার যতি শংকর রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সোহরাব হোসেন, আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান, শিক্ষক হাফিজুর রহমান, নাজমা আক্তার প্রমূখ। প্রসঙ্গত, আগামী ২১শে মে তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আন্তঃ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে।