সাতক্ষীরা তালায় কৃষকরা উৎপাদন খরচের তুলনায় মুনাফা না পাওয়ায় গম চাষে অনাগ্রহী হয়ে পড়েছে। এতে উপজেলায় ব্যাপক হারে কমেছে গম চাষ। কৃষকরা মনে করেন, গম চাষের চেয়ে অন্য ফসল চাষ করে তুলনা মূলক অনেক লাভ হয়। সে জন্য গমের পরিবর্তে অন্য ফসল চাষ করছেন তারা। এতে গম চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন কৃষকরা।
তালা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত বছর উপজেলায় ১৭৫ হেক্টর জমিতে গম চাষ হলেও সেটা এবার নেমে এসেছে ১২০ হেক্টর। যে কারণে গত বছরের তুলনায় এবার গম চাষে লক্ষ্যমাত্রা কমে গেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তালা সাতক্ষীরার তত্বাবায়নে গোপালগঞ্জ, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের বারি গম-৩০ বারি মৌসুম -২০২১-২০২২ উপজেলার দেখা গেছে কৃষি অধিদপ্তরের কিছু প্রদর্শনী প্লাট।
তালা উপজেলার গনেশপুর ব্লেক কৃষাণি রানু বালা দাশ জানান, উপজেলা কৃষি অফিস থেকে তাকে ফ্রী গমের বীজ দিয়েছে। তিনি কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী ৩৩ শতাংশ জমিতে গম চাষ করেছেন। বর্তমানে ফসলের অবস্থা খুব ভালো। আবহাওয়া স্বাভাবিক থাকলে ভালো ফলনের আশা করছেন তিনি।
কৃষক মোন্তাজ আলী জানান, তিনি সরকারি সহযোগিতা ১৫ শতাংশ জমিতে গম চাষ করেছেন। জমিতে এসে ফসল দেখলে মনটা জুড়িয়ে যায়। আগামী বছরেও সরকারি সহযোগিতা পেলে তিনি আরও বেশি জমিতে গমের চাষ করবেন। তিনি বলেন, উপজেলায় সাধারণত কাঞ্চন,আকবর,অগ্রণী, প্রতিভা, সৌরভ জাতের গম চাষ করা হয়ে থাকে।
তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন বলেন, সর্বশেষ তথ্য মতে এবছর গম চাষ কমে গেছে। প্রদর্শনী প্লাট করে কিছু কিছু চাষিদের সার ও গমের বীজ বিনামূল্যে প্রদান করা হয়েছে। তাছাড়া এ বছরে গম চাষের উপর কৃষকের প্রশিক্ষণ প্রদান করার পাশাপাশি সরকারি সকল সুযোগ-সুবিধা, কৃষকদের মাঝে প্রদান করা হয়েছে।