সাতক্ষীরা তালা উপজেলা পর্যায়ে ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ৮টি স্কুল, ৯টি মাদ্রাসা, ১টি কারিগরি শতভাগ পাশ এবং বিশেষ কৃতিত্ব (জিপিএ-৫ ) ৩টি স্কুল অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) বিকালে তালা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সরোয়ার হোসেন।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রভাস কুমার দাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, অধ্যক্ষ এনামুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ, সাসের নির্বাহী পরিচালক শেখ ইমান আলী প্রমূখ।
উপজেলায় স্কুল পর্যায়: মাধ্যমিক বালিকা বিদ্যালয়,ইসলামকাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সুজনসাহা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সেনেরগাঁতী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ঘোষনগর গংগারামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খেশরা শাহজাতপুর ডুমুরিয়া (কে,এস,ডি) মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়।
মাদ্রাসা পর্যায় : কাশিয়াডাংগা দাখিল মাদ্রাসা, নোয়াকাটা জগদানন্দকাটী মূর্জাপুর (জে, এম) দাখিল মাদ্রাসা,সুভাষিনী হাজী মেহেরুল্লাহ ফাজিল মাদ্রাসা, জেয়ালা নলতা আটারই (জে,এন,এ) দাখিল মাদ্রাসা,মাগুরা পীরশাহ জয়নুদ্দীন (পি,এস,জে) দাখিল মাদ্রাসা, তেরছি দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা, মাগুরাডাংগা সুন্নতিয়া আদর্শ (এম,ডি,এস) দাখিল মাদ্রাসা, জালালপুর ইউনিয়ন আদর্শ দাখিল মাদ্রসা,দক্ষিণ শাহাজাতপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা । কারিগরি পর্যায় : ইসলামকাটী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।
বিশেষ কৃতিত্ব (জিপিএ-৫) অর্জন : পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়, কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়,হরিহরনগর মুড়াগাছা শাহপুর (এইচ, এম,এস) মাধ্যমিক বিদ্যালয়।