সাতক্ষীরায় সাতদিনের লকডাউনের প্রথম দিনে করোনো ভাইরাসের সংক্রমণ রোধে তালায় সাধারণ মানুষকে ঘরে ফেরাতে ও সামাজিক দূরত্ব নিশ্চিতে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।
করোনা সংক্রমন প্রতিরোধে লকডাউন বাস্তবায়নে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলায় সুভাষিনী বাজার সীমান্তবর্তী স্থানে চেক পয়েন্ট করা হয়েছে।
শনিবার, (৫ জুন) সকাল থেকে উপজেলায় লকডাউনের আওতাভুক্ত বেশিরভাগ দোকান পাট বন্ধ থাকতে দেখা গেছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিফ-উল-হাসান এর নেতৃত্বে করোনা ভাইরাস প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। বিকাল সাড়ে চারটা পর্যন্ত ৩ মামলা ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এসময় করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সংশ্লিষ্ট আইন ও সরকারি নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান।