তালায় ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় গম, ভূট্টা, সরিষা, খেসারী, সূর্যমুখী উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে ১২টি ইউনিয়নের ৩১৮০ জন কৃষকের মাঝে আনুপাতিক হারে প্রতি কৃষকের মাঝে ১ কেজি সরিষা বীজ, ২ কেজি ভুট্টা বীজ, ৮ কেজি খেসারি বীজ, ২০ কেজি গম বীজ, ১ কেজি সূর্যমুখী এবং ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়।
তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন, ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা প্রেসক্লাব সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন প্রমুখ।