আসছে ইউপি নির্বাচনে মোংলায় আ’ লীগ সমর্থিত ছয়জনসহ মোট ১৭ জন চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন। এদের মধ্যে সরকার সমর্থিত ছাড়াও একাধিক বিদ্রোহী প্রার্থী মনোনয়ন জমা দেন।
বৃহস্পতিবার (১৮ মার্চ) ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। এদিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করতে সাধার সদস্য পদে ২০৭ জন ও সংরক্ষিত আসনে ৫৮ জন মনোনয়ন জমা দেন। উপজেলা
সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান।
তিনি আরও বলেন, এ উপজেলায় ছয়টি ইউনিয়নের মধ্যে বুড়িডাংগা ইউনিয়নে চেয়ারম্যান পদে আ’ লীগের উদয় শংকর বিশ্বাসসহ চারজন ও সাধারণ সদস্য ৪০ এবং সংরক্ষিত আসনে ১০ জন মনোনয়ন জমা দেন। এ ইউনিয়নে নারী পুরুষ মোটার রয়েছেন ১১ হাজার ৯৫৪ জন। সোনাইলতলা ইউনিয়নে আ’লীগের নারজিনা বেগম একক প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। এছাড়া সাধারণ সদস্য পদে ২৯ ও সংরক্ষিত আসনে ১১ জন মনোনয়ন জমা দেন। এ ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ৭ হাজার ২৪২ জন। চাঁদপাই ইউনিয়নে আ’লীগের মোল্লা তরিকুল ইসলামসহ তিন জন, সাধারণ সদস্য ৩৯ জন ও সংরক্ষিত আসনে ১৪ জন মনোনয়ন জমা দেন। এ ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ১৫ হাজার ৩৮১ জন। মিঠাখালী ইউনিয়নে আ’লীগের উৎপল কুমার মন্ডলসহ ৩ জন, সাধারণ সদস্য পদে ৩৭ ও সংরক্ষিত আসনে ১১ জন মনোনয়ন জমা দেন। এ ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ১৪ হাজার ৯২৫ জন। চিলা ইউনিয়নে আ’লীগের গাজী আকবর হোসেনসহ তিনজন, সাধারণ সদস্য ১৮ ও সংরক্ষিত আসনে ৪৮ জন মনোনয়ন জমা দেন। এ ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ১৪ হাজার ৮১২ জন এবং সুন্দরবন ইউনিয়নে আ’লীগের একরাম ইজারাদারসহ তিনজন, সাধারণ সদস্য পদে ৪৪ জন ও সংরক্ষিত আসনে ১২ জন মনোনয়ন জমা দেন। এ ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ১৫ হাজার ২২৬ জন।
আগামী ২৫ মার্চ প্রতিক বরাদ্দ পেয়ে আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন এসব প্রার্থীরা। ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে ভোট।