সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
তালায় চেয়ারম্যান ঘোষ সনৎ, ভাইস চেয়ারম্যান ইখতিয়ার ও পুতুল | চ্যানেল খুলনা

তালায় চেয়ারম্যান ঘোষ সনৎ, ভাইস চেয়ারম্যান ইখতিয়ার ও পুতুল

সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৬ হাজার ৪৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কাপপিরিচ প্রতীকের ঘোষ সনৎ কুমার। এনিয়ে টানা চতুর্থ বারের মত নির্বাচিত হলেন তিনি। নির্বাচিত ঘোষ সনৎ কুমার তালা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চিংড়ি মাছ প্রতীকের সরদার মশিয়ার রহমান পেয়েছে ৩২ হাজার ৪১৩ ভোট।

মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। রাত দুইটা দিকে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আফিয়া শারমিন স্বাক্ষরিত এ ফলাফল ঘোষনা করা হয়।

এদিকে ভাইস চেয়ারম্যান মাইক প্রতীকের মোঃ ইখতিয়ার হোসেন ৪৪ হাজার ৮২২ ভোট ও ফুটবল প্রতীকের মোস্তারী সুলতানা পুতুল ৭০ হাজার ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়াও চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের এস এম নজরুল ইসলাম পেয়েছেন ৩১ হাজার ১৪ ভোট, দোয়াত-কলম প্রতীকের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম ৭ হাজার ৩৭১ ভোট, মোটরসাইকেল প্রতীকের আতাউর রহমান গোলদার ২৯৪৫ ভোট, হেলিকপ্টার প্রতীকের বিশ্বজিত সাধু ১৯৭৫ ভোট,আনারস প্রতীকের এমএ মালেক ৪৪৬ ভোট পেয়েছেন।

এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকের শাহ আলম টিটো ২৫ হাজার ৬৪২ ভোট, টিয়া পাখি প্রতীকের নাজমুল হুদা পলাশ ১৯ হাজার ৯৬০ ভোট, উড়োজাহাজ প্রতীকের কাজী ইমরান হোসেন লিয়াকাত ১৩ হাজার ৯০১ ভোট, তালা প্রতীকের সাংবাদিক আব্দুল জব্বার ১০ হাজার ৬৩০ ভোট, চশমা প্রতীকের শেখ বাবলুর রশিদ ৩৮০৫ ভোট এবং কলস প্রতীকের মুরশিদা পারভীন পাঁপড়ী ৪৮ হাজার ৭০৭ ভোট পেয়েছেন। তালা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিক বিন জামান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে।

এই নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো প্রার্থীর অভিযোগ নেই। নির্বাচনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উপজেলায় ২ লাখ ৬৬ হাজার ২৩৪ জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ভোটার ১লাখ ৩৪ হাজার ১৮১ জন, নারী ভোটার ১ লাখ ৩২ হাজার ৫২ জন এবং একজন হিজড়া ভোটার রয়েছেন। ৯৩টি কেন্দ্রে উপজেলার ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র সংগ্রহ

তালায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পলিত

সাতক্ষীরায় মাছ ধরাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন, আটক ৩

সাতক্ষীরা পলিটেকনিকে এসপিআই রিইউনিয়ন অনুষ্ঠিত

আশাশুনিতে বাঁধ ভেঙে প্লাবিত বহু এলাকা, মেরামতে সেনাবাহিনী

সাতক্ষীরায় ঈদের ছুটিতে বন্ধুরা মিলে মদ পান, ৩ জনের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।