সাতক্ষীরার তালা উপজেলায় দু’টি বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৫ ডিসেম্বর) উপজেলার খেশরা ইউনিয়নের দক্ষিণ শাহাজাতপুর গ্রামে বিয়ে দু’টির আয়োজন করা হয়েছিল। এ সময় উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক কর্মকর্তা ও পুলিশের হস্তক্ষেপে উক্ত বিবাহ বন্ধ হয় বলে জানা গেছে।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, শুক্রবার খেশরা ইউনিয়নের দক্ষিণ শাহাজাতপুর গ্রামে অষ্টম শ্রেণির এক ছাত্রী (১৩) ও সপ্তম শ্রেণির এক ছাত্রীর (১২) বিয়ের আয়োজন করে দুই পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক মোঃ আসাদ ও বালিয়া পুলিশ ক্যাম্পের এসআই শফিউল্লাহ মোল্যাসহ একদল পুলিশ সেখানে হাজির হয়।
এ সময় কনের বাবারা ভুল স্বীকার করে ১৮ বছর বয়সের আগে মেয়েকে বিয়ে দেবেন না বলে মুচলেকা দেন। একই সাথে আগামী ১৮ ডিসেম্বর তালা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ছেলে-মেয়েসহ অভিভাবকরা উপস্থিত হবেন বলে জানান।