শেখ হাসিনার বাংলাদেশ ‘ক্ষুধা হবে নিরুদ্দেশ এই শ্লোগানকে সামনে রেখে তালায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ-২০২৪ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।
খাদ্য গুদাম তালা আয়োজনে বুধবার (১৫ মে) সকাল ১১ টায় পাটকেলঘাটায় খাদ্য গুদাম চত্বরে উক্ত ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন প্রধান অতিথি সাতক্ষীরা ১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন।
এসময় উপস্থিত ছিলেন,খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু, সরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল হাই, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান, পাটকেলঘাটা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুর রেজা, সরুলিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান, মিল মালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন রঞ্জু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক সজীব উদ্দৌলার, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রব পলাশ প্রমূখ।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ,কৃষক প্রতিনিধি ও মিল মালিকরা উপস্থিত ছিলেন।
এবার উপজেলার চাউল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ হাজার ৫০০ মেট্রিক টন চাউল প্রতিকেজি ৪৫ টাকা এবং ধান লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ২১৭ মেট্রিক টন ধান প্রতিকেজি ৩২ টাকা।