সাতক্ষীরা তালায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার ( ১৫ আগস্ট ) সকাল ১০টায় তালা উপজেলা পরিষদ চত্বরে নব নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ^াসের সভাপতিত্বে তালা শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকির হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, সহকারি কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস, সহকারি পুলিশ সুপার (তালা সার্কেল) মো. সাজ্জাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভিন পাঁপড়ি। এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসকাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দ্দার, বেসরকারি উন্নয়ন সংস্থার সাসের পরিচালক শেখ ইমান আলী, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন রায় প্রমূখ। আলোচনা সভায় দোয়া পরিচালনা করেন তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা তাওহিদুর রহমান।
অন্যদিকে তালা প্রেসক্লাব : তালা প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে তালা প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রনব ঘোষ বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মারুফ, তালা প্রেসক্লাবের সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, প্রচার সম্পাদক বিশেষ প্রতিনিধি সেকান্দার আবু জাফর বাবু, প্রেসক্লাবের সদস্য তাপস সরকার, ইমরান রাব্বি প্রমূখ। এর আগে সকালে তালা উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করে।
আমরা বন্ধু : আমরা বন্ধুর ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে আমরা বন্ধু তালা উপজেলা টিমের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা টিমের সমন্বয়কারী তাপস সরকারের সভাপতিত্বে ও হিসাব বিভাগের দায়িত্বপ্রাপ্ত আব্দুল্লাহ আল যোবায়ের প্রান্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন আমরা বন্ধু ফাউন্ডেশনের সভাপতি এস এম নাহিদ হাসান। এ সময় আরো বক্তব্য রাখেন, তালা টিমের সদস্য সুমন ইসলাম, তৌহিদুর রহমান, সুরভি ইসলাম লিমা, পুষ্পিতা সেন, তৈবুর ইসলাম, আশিক মিরাজ, অর্ক মজুমদার, রাজিন সালেহ প্রমূখ।
খলিলনগর আওয়ামী লীগ : খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা কৌহিনুর বিশ^াসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও ১২ নং খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু, খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মোড়ল, বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আপেল দপ্তরি, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রকাশ দালাল প্রমূখ। এর আগে ইউনিয়ন আওয়ামী লীগ ও ১২নং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন কার হয়।
তালা মহিলা কলেজে : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষ্যে তালা মহিলা কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে তালা মহিলা কলেজের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, অধ্যাপক সুকেন্দ্র কুমার চক্রবর্তী, নিলুফা বানু, আবু হাসান, শিক্ষার্থী সাদিয়া প্রমূখ। এর আগে সকালে প্রতিষ্ঠানটির পক্ষে তালা উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কুইজ প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে তালা মহিলা কলেজের শিক্ষার্থী মাছুরা খাতুন ১ম, জয়া রানী পাল ২য় ও বিলকিস আক্তার সোমা ৩য় স্থান অধিকার করে।
উন্নয়ন প্রচেষ্টা : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার নবনির্মিত এসইপি’র পোটারি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলী সভাপতিত্বে এবং কৃষি কর্মকর্তা নয়ন হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সমন্বয়ক এ. এস. এম মুজিবুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক শাহনেওয়াজ কবির শাওন, হুমায়ুন কবির, এরিয়া ব্যবস্থাপক আতিয়ার রহমান, কারিগরি কর্মকর্তা (প্রাণিসম্পদ) পারভেজ রানা, পরিবেশ কর্মকর্তা ইমরুল কায়েস, রাসেল আহমেদ প্রমূখ।
এসময় প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন মৎস কর্মকর্তা নেওয়াজ শরীফ সুমন।
উপজেলা যুবলীগ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা যুবলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা যুবলীগের সভাপতি ও তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোলসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জাতীয় মহিলা সংস্থা : ১৫ই আগস্ট জাতির পিতা শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে দিনব্যাপি কর্মসূচি পালিত হয়েছে। সকাল ১০টায় জাতীয় মহিলা সংস্থা ও তথ্য আপার পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পরে জাতির পিতার রুহের মাগফিতার কামনায় জাতীয় মহিলা সংস্থার কার্যালয়ে কোরআন তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন তালা উপজেলা কমপ্লেক্সের জামে মসজিদের খতিব ও পেশ ইমাম জনাব মাওলানা তাওহীদুর রহমান। বিকালে উপজেলা জাতীয় মহিলা সংস্থার কার্যালয়ে বঙ্গবন্ধুর বণার্ঢ্য কর্মজীবন সম্পর্কে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাতীয় মহিলা সংস্থার দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদ হাসানের সভাপতিত্বে এবং তথ্যসেবা কর্মকর্তা সাথী রানী রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহা। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা তালা উপজেলার সদস্যবৃন্দ হাসিনা পারভীন, মন্জুয়ারা খাতুন, সন্ধ্যা রাণী সরকার প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন তথ্য সেবা সহকারি শামছুন্নাহার, লিপি, মুক্তি রাণী ঘোষ, মহিলা সংস্থার অফিস সহায়ক মাসকুরা, দর্জি প্রশিক্ষক তাসলিমা, ট্রেড প্রশিক্ষণার্থীর। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জীবন সম্পর্কে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
অনুষ্ঠান শেষে শোক দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর রচনা প্রতিযোগিতায় ফরিদা পারভীন ১ম স্থান, নুরজাহান বেগম ২য় স্থান ও শামীমা নাসরিন ৩য় স্থান অধিকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।