তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার তালায় সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার ২১ সেপ্টেম্বর সকালে তালা মেলাবাজার এলাকায় ৪২ হাজার গ্রাহক নিয়ে অফিসের উদ্বোধন করেন তালা-কলারোয়ার সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম সন্তেষ কুমার সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা থানার অফিসার ইনচার্জ মেহেদি রাসেল, তালা প্রেসক্লাবের সভাপতি প্রনব ঘোষ বাবলু, পল্লী বিদ্যুৎ সমিতির সদস্য সচিব সাইফুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ বলেন, সরকার তৃণমূল পর্যায়ে সর্বোচ্চ বিদ্যুত সেবা নিশ্চিতে বদ্ধ পরিকর। তালার ছয়টি ইউনিয়নের ৪২ হাজার গ্রাহকের সেবা নিশ্চিতে সদ্য চালু হওয়া সাব জোনাল অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় তিনি বিদ্যুতের অপচয় রোধে সকলের প্রতি সচেতন হওয়ারও আহবান জানান।