তালা প্রতিনিধিঃ বছরের শুরুতেই পরিবেশ বিপর্যয় ঠেকাতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে
তালা উপজেলার তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামকে ২ লাখ
টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ১ জানুয়ারী (বুধবার) বিকালে
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার
মোঃ ইকবাল হোসেন এ জরিমানা করেন। এ সময় অন্য দুই ব্যক্তিকে বালু
উত্তোলনের দায়ে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।
এরআগে দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশেই তালা উপজেলার শুভাষিণী
নামকস্থানে ভূগর্ভস্থ বালু উত্তোলনের দায়ে ইউএন নিজেই প্রায় এক
কিলোমিটার পথ তাড়া করে অভিযুক্ত ২ ব্যক্তিকে আটক করে। পরবর্তীতে
অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ
রফিকুল ইসলামকে ২ লাখ টাকা এবং অপর দুই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা
করা হয়। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল বিষয়টি
নিশ্চিত করেছেন।