একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে সাতক্ষীরা তালায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
তালা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে রোববার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে প্রথমে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এরপর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, তালা থানা, মুক্তিযোদ্ধা সংসদ,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও সহযোগী মুক্তিযোদ্ধা তালা উপজেলা শাখা, আনসার ভিডিপি, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জেএসডি,মুক্তিযোদ্ধা লীগ,তালা প্রেসক্লাব, স্কুল, কলেজ, বেসরকারি সংস্থা উত্তরণ, তালা স্বাস্থ্য কমপ্লেক্স,তালা মহিলা কলেজ,শহীদ মুক্তিযোদ্ধা কলেজ, জাতীয় মহিলা সংস্থাসহ সরকারি-বেসরকারি, ব্যাংক-বীমা একুশের প্রথম প্রহর রাতে উপজেলা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন ।
এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বাজানো হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মধ্যে হাতের লেখা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।