সাতক্ষীরার তালায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদের নিয়ে প্রতিপক্ষের উপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (১৮ই মে) বিকালে তালা উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর গ্রামে। অভিযুক্ত পারভেজ মাহমুদ পলাশ (৩৮) এইচ,এম,এস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং হরিহরনগর গ্রামের মৃত গোলাম হোসেন সরদারের ছেলে। এ ঘটনায় আহত ইয়াসিন আরাফাত (২২) তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
হরিহরনগর গ্রামের মৃত শহীদুল ইসলামের ছেলে ইয়াসিন আরাফাত জানান, ‘হরিহরনগর গ্রামের গোলাম হোসেন সরদারের ছেলে পারভেজ মাহমুদ পলাশ এর সাথে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে, সে সব সময়ই জোরপূর্বক আমাদের জমি ভোগ দখলের উদ্দেশ্যে বিভিন্ন সময় ষড়যন্ত্র করছে। আমার ও আমার পরিবারের লোকজনের মারপিট ও ক্ষতি সাধনের চেষ্টা করে । এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে পারভেজ মাহমুদ পলাশ এবং তার স্ত্রী খাদিজা খাতুন (৩০) ও কিছু ছাত্রদের নিয়ে দেশীয় অস্ত্রস্বজ্জিত হয়ে আমার বসতবাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালাগালি করে, একপর্যায়ে পলাশ মাষ্টারের নেতৃত্বে এলোপাতাড়িভাবে আমার উপর হামলা চালায়। এসময় আমাকে বাঁচাতে আমার পরিবারের লোকজন এগিয়ে আসলে তাদের উপরেও হামলা চালায়। ‘
এঘটনায় অভিযুক্ত শিক্ষক পারভেজ মাহমুদ পলাশ জানান, আমার জমির উপর দিয়ে রাস্তা তৈরী করে দখলের চেষ্টা চালাচ্ছিল, তখন আমি তার বাঁধা দেই। এসময় ছাত্ররা প্রাইভেট পড়ে বাড়ি যাচ্ছিল। ছাত্র নিয়ে মারপিটের ঘটনা ঘটেনি। এটা অপপ্রচার চালানো হচ্ছে।
এইচ, এম, এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক হোসেন জানান, ঘটনাটি শুনেছি, তবে কোনো শিক্ষক যদি ছাত্রদের নিয়ে এমন ঘটনা ঘটায় তবে তা দুঃখজনক।
স্থানীয় সাবেক মেম্বার ফারুক হোসেন জানান, ঘটনাটির যখন ঘটে আমি তা শুনে তখন সেখানে যায় এবং গোলযোগ নিষ্পত্তির চেষ্টা করি। কিন্তু পলাশ মাষ্টার তার ছাত্রদের নিয়ে ইয়াসিন আরাফাত ও তার পরিবারের সাথে গোলযোগ করে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি, বৃহস্পতিবার তালা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করদ হবে।