তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার তালা থানা পুলিশ অভিযান চালিয়ে ৬২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রুবেল হোসেন (২৮) নামের এক যুবককে আটক করেছে। সে কলারোয়া উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মিজানুর রহমান সরদারের পুত্র। মঙ্গলবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামের মহির সরদারের বাড়ির সামনে থেকে রুবেল হোসেন পুলিশ আটক করে। এ সময় তার কাছ থেকে ৬২৫ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৫ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়।
অন্যদিকে সাতক্ষীরা ডিবি পুলিশের অভিযানে মঙ্গলবার রাত ১১টার দিকে তালার তেঁতুলিয়া এলাকা থেকে হুমায়ুন কবীরকে (৩৫) ৪০ পিচ ইয়াবাসহ আটক করে। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি রাসেল আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,
মঙ্গলবার দিনগত রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া গ্রামের মহির সরদারের বাড়ির সামনে থেকে রুবেল হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬২৫ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আটক রুবেল একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন এ অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারিভাবে মাদক বিক্রি করতো। তার বিরুদ্ধে তালা থানায় মামলা হয়েছে। বুধবার সকালে তাকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
অন্যদিকে সাতক্ষীরা ডিবি পুলিশের অভিযানে মঙ্গলবার রাত ১১টার দিকে তালা তেঁতুলিয়া এলাকা থেকে একই এলাকার মৃত কাজী শওকাত আলীর ছেলে হুমায়ুন কবীরকে (৩৫) ৪০ পিচ ইয়াবাসহ আটক করে।