সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
তৃণমূলে জনসেবা নিশ্চিত করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করার কোন বিকল্প নেই | চ্যানেল খুলনা

জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্পের কর্মশালায় খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন

তৃণমূলে জনসেবা নিশ্চিত করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করার কোন বিকল্প নেই

চ্যানেল খুলনা ডেস্কঃখুলনায় উপজেলা পরিষদগুলোর সমন্বিত উন্নয়ন পরিকল্পনা নিয়ে রবিবার সকালে খুলনা অফিসার্স ক্লাব মিলনায়তনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। ইউএনডিপি, ডানিডা, এসডিসি’র আর্থিক সতায়তায় স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নাধীন কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, তৃণমূলে জনসেবা নিশ্চিত করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করার কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে প্রত্যেক উপজেলায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের অংশগ্রহণে একটি পরিকল্পিত মাস্টার প্লান তৈরি করতে হবে। তিনি আগামী ছয় মাসের মধ্যে এই মাস্টার প্লান তৈরির নিদের্শনা প্রদান করেন। এছাড়া ডেঙ্গু মোকাবেলায় স্থানীয় সরকার বিভাগকে আরও দায়িত্বশীল ভূমিকা নিতে তিনি আহ্বান জানান।
খুলনা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সমন্বিত পরিকল্পনা নির্দেশিকা নিয়ে বিস্তারিত আলোকপাত করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশে^র মোনেম। আলোচনা করেন ইউএনডিপি’র পলিসি স্পেশালিস্ট মোঃ মোজাম্মেল হক এবং ইউআইসিডিপি’র ডেভলপমেন্ট প্লান এক্সপার্ট নাকা কিও। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইএএলজি প্রকল্পের খুলনা সমন্বয়ক মোঃ ইকবাল হাসান।
কর্মশালায় অংশগ্রহণকারীরা সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য উপজেলা পর্যায়ের সকল সরকারি- বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয়ের উপর গুরুত্বারোপ করেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব, নারী উন্নয়ন ফোরামের সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, শিক্ষাবিদ, স্থানীয় সামাজিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ উপজেলা পর্যায়ে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের প্রতিনিধিরা কর্মশালায় অংশগ্রহণ করেন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

‘দেশের মানুষের দারিদ্রের হার ১৮.৭০ শতাংশে নেমে এসেছে’

অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন, মায়ের কারাদণ্ড

যুবককে কুপিয়ে ইজিবাইক ছিনতাই, ৩৬ ঘণ্টা পর উদ্ধার

কুষ্টিয়ায় রেস্তোরাঁয় ঢুকে ৩ জনকে ছুরিকাঘাত

জার্মানি সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার

ঢাকার উদ্দেশে মিউনিখ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।