আধিপত্য বিস্তারকে কেন্দ্র পূর্ব শত্রুতার জের ধরে খুলনার তেরখাদায় মো. ফারুক মীর (৪০) নামে স্থানীয় এক ইউপি সদস্য নিহত হয়েছেন। নিহত ফারুক মধুগ্রামের মো. গাউস মীরের ছেলে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জেলার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের মধুপুর গ্রামের কোলা বাজারে সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলো- নুরু মোল্লা (৪০), জসিম মীর (৪০), গাউছ মীর(৭০) ও ইলিয়াছ(৫০) রয়েছেন। এদের মধ্যে নুরু মোল্লার অবস্থা গুরুতর বলে জানা গেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য সংঘাত এড়াতে ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, মধু গ্রামে মীর ও সিকদর বংশের লোকজনদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। যার জেরে বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬ টায় কোলা বাজারে দু’ বংশের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এদের মধ্যে গুরুতর আহত ফারুক মীরকে খুলনা মেডিক্যাল কলেজ ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।