দক্ষিণবঙ্গ একতা সৌখিন মৎস শিকারী সংঘ ফেসবুক পেজের চীফ এডমিন মো: রওনক জাহান, এডমিন মো: মনিরুল ইসলাম এক বিবৃতিতে জানিয়েছেন, কোনো আর্থিক লেনদেন যেমন- মাছ শিকারের টিকিট বিক্রি, কোনো সরঞ্জাম ক্রয়-বিক্রয়ের সাথে সংগঠন কোনভাবেই জড়িত নয়। অথচ খুলনার স্থানীয় দুটি দৈনিকে প্রকাশিত সংবাদে ডুমুরিয়া সন্ধ্যের খালে মৎস শিকারের আয়োজক হিসেবে সংগঠনের নাম উল্লেখ করা হয়। যা সম্পূর্ণ মিথ্যা।
বিবৃতিতে আরও জানানো হয়, তাদের পেজে শিকারীগন বড়সি দিয়ে মাছ ধরা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর মতামত, আলোচনা, ছবি ইত্যাদি পোষ্ট করেন। আবার মৎস শিকারের বিভিন্ন স্থানের তথ্য, মৎস শিকারের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের বিজ্ঞাপন দিয়ে থাকে। পোস্টদাতা ক্রেতা বা বিক্রেতাগন যার নিজ নিজ দায় বহন করে থাকেন। তবে উপযুক্ত প্রমান সাপেক্ষে প্রতারণা বা কটাক্ষ বা উসকানি মূলক বাক্য প্রয়োগ কিংবা সংগঠনের পরিপন্থী কোন কাজ করা হলে, সেই সদস্যকে বøক করে দেওয়া হয়।-খবর বিজ্ঞপ্তি