পদ্মার এপারের বৃহত্তর খুলনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, বরিশাল ও পটুয়াখালী জেলার আর্থ-সামাজিক, অবকাঠামোগতসহ সার্বিক উন্নয়নের দাবিতে আন্দোলনরত দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, খুলনার কমিটি পুনর্গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল ২০ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার নগরীর ক্যান্টন চাইনিজ রেস্তোরার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি আলহাজ্ব শেখ মুহাম্মদ সাহেব।
আলির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চলের নির্বাহী সম্পাদক আহমদ আলী খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেশন অব সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের মহাসচিব আলহাজ্ব রোটারিয়ান সুলতান হোসেন খান, সাবেক যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কামরুল হক নাসিম, সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের ডিজিএম (যুগ্ম সচিব) স্বপন কুমার বিশ্বাস ও বিশেষজ্ঞ চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক ডাঃ নুরুল হক ফকির। কমিটি পুনর্গঠনের প্রেক্ষাপট উল্লেখপূর্বক সভায় স্বাগত ও সূচনা বক্তৃতা করেন পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, আলহাজ্ব ইঞ্জিনিয়ার ফরিদ আহমেদ, আলহাজ্ব কে এম রহমত আলী, কবি মনিরুজ্জামান লাভলু, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হায়দার আলী হাওলাদার, কাজী এনামুল হক টুকু, সাংবাদিক নেতা আলহাজ্ব জাহিদুল ইসলাম, আলহাজ্ব মোঃ রেজাউল শেখ, আলহাজ্ব মাওলানা ঈছা রুহুল্লাহ, তরফদার তৈয়েবুর রহমান, মোঃ হুমায়ুন কবির বালী, তাসলিমা আক্তার লিমা, মোঃ হুমায়ুন কবির খান, আলহাজ্ব কামরুন নাহার রুবি, এস এম কুদরতে এলাহী রঞ্জু, আলহাজ্ব মর্জিনা হুদা, এ কে এম শরীফুল আলম, মাজহারুল আল আজাদ রবি, মাওলানা ছবি মোয়াজ্জেম, সাকিব আফতাব সুজন, মামুন রেজা হাওলাদার, ইস্তিয়াক সাদমান সিফাত প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন আলহাজ্ব ইঞ্জিনিয়ার কাজী এনায়েত হোসেন এবং দোয়া পরিচালনা করেন পরিষেদের ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব এস এম আকবর হোসেন। ইফতারপূর্ব বিশেষ দোয়া মাহফিলে পরিষদের অসুস্থ মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. আব্দুল মালেকসহ অসুস্থদের সুস্থতা কামনা এবং প্রতিষ্ঠাতা উপদেষ্টা কিংবদন্তী সাংবাদিক মরহুম আলহাজ্ব লিয়াকত আলী, আলহাজ্ব এ্যাড. এ জেড এম দেলোয়ার হোসেন, আলহাজ্ব সরোয়ার খানসহ প্রয়াত সকল উপদেষ্টা, পৃষ্ঠপোষক ও নেতৃবৃন্দের বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
প্রধান অতিথি তাঁর সংক্ষিপ্ত বক্তৃতায় খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন, রূপসা নদীতে রূপসা সেতু নির্মাণ, পায়রা গভীর সমুদ্র বন্দর স্থাপন, সুন্দরবন রক্ষা, মোংলা পোর্টের আধুনিকায়ন, খুলনায় বিমান বন্দর স্থাপন, খুলনা- কুয়াকাটা যোগাযোগ ব্যবস্থার উন্নতিকরণ এবং পদ্মা সেতু বাস্তবায়নসহ এ অঞ্চলের আর্থ-সামাজিক সমৃদ্ধিতে দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদের আন্দোলন সংগ্রামের ইতিহাসের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীদিনেও এ অঞ্চলের উন্নয়নে তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।