ক্রীড়া ডেস্কঃদক্ষিণ আফ্রিকা এমার্জিং দলের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামী শনিবার (২০ জুলাই) আফ্রিকার উদ্দেশে রওনা দিবে খাদিজা, শারমিনরা। দক্ষিণআফ্রিকায় তিনটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। মঙ্গলবার (২৩ জুলাই) প্রথম ওয়ানডে ম্যাচ খেলবে তারা।
সিরিজে দলের নেতৃত্ব পেয়েছেন নিগার সুলতানা। ১৪ সদস্যর দলের অন্যরা হলেন- শারমিন সুলতানা, মোর্শেদা খাতুন হ্যাপি, সোবহানা মুস্তারি, খাদিজা তুল কুবরা, ফাহিমা খাতুন, সুরাইয়া আজমিম, শায়লা শারমিন, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মনি, সানজিদা ইসলাম, নুজহাত তাসনিয়া, শারমিন আক্তার সুপ্তা।
এছাড়া- সালমা খাতুন, রুমানা আহমেদ, শামীমা সুলতানা, লতা মণ্ডল ও আয়েশা রহমান শুকতারা এই পাঁচজন খেলোয়াড়কেও পাশে পাবেন এমার্জিং দল। একটি বিশেষ প্রশিক্ষণ শেষে তারা দলের সঙ্গে যুক্ত হবেন।