জলবায়ু পরিবর্তনের কারণে খুলনা মহানগরীতে স্থানান্তরিত ও ঝুঁকিপূর্ণ দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আরবান ম্যানেজমেন্ট অব ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেট চেঞ্জ (ইউএমআইএমসিসি) এবং আরবান ম্যানেজমেন্ট অব মাইগ্রেশন এবং লাইভলিহুড (ইউএমএমএল) প্রকল্পের আওতায় প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
সোমবার (০৬ সেপ্টেম্বর) কারিতাস খুলনা আঞ্চলিক অফিসে প্রশিক্ষণের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা সিটি কর্পোরেশনের সংরক্ষিত কাউন্সিলর ও প্যানেল মেয়র এ্যাড. মেমোরী সুফিয়া রহমান সুনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক খান মোতাহের হোসেন, জিএফএ-কলসালটিং গ্রুপের সিটি কো-অর্ডিনেটর খাঁন মোহাম্মদ মাহমুদ হাসান, জিএফএ-কলসালটিং গ্রুপের ডেপুটি টীম লিডার হাবিবুর রহমান, কারিতাস কেন্দ্রীয় অফিসের সমন্বয়কারী মো. আজাহারুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি: দাউদ জীবন দাশ। এছাড়া অনুষ্ঠানে ৫০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তরা বলেন, আমরা এই প্রশিক্ষণ লাভের মধ্যদিয়ে সকলে যেন দক্ষ মানুষ হয়ে উঠতে পারি। আমাদের লক্ষ্য হল জলবায়ু পরিবর্তনের কারণে যারা নানাভাবে মাইগ্রেশন হয়েছে তাদেরকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ করে গড়েতোলা এবং তাদের জীবন-মানের পরিবর্তন ঘটানো। আমাদের সবার লক্ষ্য হল দক্ষ জনশক্তি গড়ে তোলা যার মধ্যদিয়ে আমরা আমাদের জীবন-মান উন্নত করতে পারি এবং সমাজের পরিবর্তন ঘটাতে পারি।
ইউএমআইএমসিসি ইউরোপীয় ইউনিয়ন ও জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনোমিক ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (বিএমজেড) এর যৌথ অর্থায়নে এবং বাংলাদেশ রিজিলিয়েন্ট এন্ড লাইভলিহুড প্রোগ্রামের আওতায় জিআইজেড এর সার্বিক তত্বাবধায়নে, খুলনা মহানগরীসহ আরো চারটি শহরে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির ‘দক্ষতা প্রশিক্ষণ এবং কর্মসংস্থান সহায়তা’ কম্পোনেন্টটির বাস্তবায়নে সহায়তা করছে জিএফএ নামক একটি জার্মান প্রতিষ্ঠান। প্রকল্পটির বিশেষ কারিগরি প্রশিক্ষণ বাস্তবায়ন করছে কারিতাস বাংলাদেশ।